কলকাতা: মণিপুর নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে। জেলা সভানেত্রীদের নিয়ে আলোচনায় এমনই সিদ্ধান্ত নিল নেতৃত্ব। মণিপুর নিয়ে ২২ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত পুরসভায় স্বাক্ষর অভিযান করবে তৃণমূল মহিলা কংগ্রেস। এই কর্মসূচির নাম রাখা হয়েছে ‘আপনার স্বাক্ষর আপনার প্রতিবাদ’। তৃণমূল ভবনে এই বৈঠকে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “আমরা মণিপুর ভুলছি না। তাই একদিনের স্বাক্ষর প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। কেউ স্বাক্ষর করার পাশাপাশি গান, নাটক নিয়ে মণিপুর নিয়ে প্রতিবাদ জানাতে পারেন।”
পাশাপাশি ‘গ্যাসের ফানুস’ নামেও এক কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। আগামী ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর এই কর্মসূচি পালিত হবে ব্লকে ব্লকে। প্রতি ব্লকে রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটরদের অফিসে যাবেন তৃণমূল মহিলা সেলের সদস্যরা। কতজন কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই খোঁজও নেবে তারা। মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘গ্যাসের ফানুসে আমরা খোঁজ নেবো উজ্জ্বলায় কতটা প্রচার আর কতটায় প্রকৃতই মানুষের উপকার হল।”
এদিন ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয়ের প্রসঙ্গ তুলে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এ রাজ্যের মহিলারা যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন তা এই ভোটের ফলেই প্রমাণ হয়ে গেল। চন্দ্রিমার কথায়, “মহিলারা আমাদের কাছে ভোটব্যাঙ্ক নয়। আমরা তাই প্রথম থেকেই মহিলাদের সমর্থন পেয়ে এসেছি।” আগামী নির্বাচনেও সেই সমর্থন অক্ষুণ্ণ থাকবে বলেও আত্মবিশ্বাসী তিনি।