Bengal Politics: ‘ধর্মযুদ্ধ’ ঘোষণা, লোকসভায় ৪২ আসনেই লড়বে অখিল ভারত হিন্দু মহাসভা!

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Dec 06, 2023 | 2:58 PM

Bengal Politics: সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, "আগামী লোকসভা নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি কেন্দ্রেই লড়াই করতে চলেছি এবং হতে চলেছি সেই নির্ধারক শক্তি যারা ঠিক করবে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি কেন্দ্রের ফলাফল।"

Bengal Politics: ধর্মযুদ্ধ ঘোষণা, লোকসভায় ৪২ আসনেই লড়বে অখিল ভারত হিন্দু মহাসভা!
অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলায়। চলছে ঘুঁটি সাজানোর পালা। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল দেখে ‘ডবল ইঞ্জিনের’ আশায় বুক বাঁধছে বঙ্গ বিজেপি। এদিকে তৃণমূল আবার স্পষ্ট বলছে, ভিন রাজ্যের ভোটের প্রভাব বাংলায় পড়বে না। এসবের মধ্যেই রাজ্য রাজনীতিতে নয়া মোড়। আসন্ন লোকসভা নির্বাচনে এবার আসরে নামার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অখিল ভারত হিন্দু মহাসভা। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেখানে বাংলার থেকে ৪২টি আসনেই ভোটে লড়ার টার্গেট নিয়ে ফেলেছে তারা। সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, “আগামী লোকসভা নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি কেন্দ্রেই লড়াই করতে চলেছি এবং হতে চলেছি সেই নির্ধারক শক্তি যারা ঠিক করবে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি কেন্দ্রের ফলাফল।”

ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের একাংশকেও নিজেদের সঙ্গে টেনে নিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। মতুয়াদের সঙ্গে নিয়ে নিজেদের আঞ্চলিক কমিটিও তৈরি করে ফেলেছেন চন্দ্রচূড় গোস্বামীরা। এরপরই ‘অন্যায়ভাবে এনআরসি প্রয়োগের বিরুদ্ধে মহাভারতের ধর্মযুদ্ধের’ হুঙ্কার দিলেন অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি।

উল্লেখ্য, এর আগে বাংলার রাজ্য সঙ্গীত ও পশ্চিমবঙ্গ দিবস সংক্রান্ত বিষয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন এই চন্দ্রচূড় গোস্বামী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আশ্বাস দিয়েছিলেন, বাংলার স্বার্থে সরকারের পাশে থাকার। এরপর একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রাজভবনের বাইরে অবস্থান করছিলেন, তখন সেখানেও পৌঁছে গিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা।

আবার অতীতে বিজেপির বিভিন্ন মঞ্চেও দেখা গিয়েছে চন্দ্রচূড় গোস্বামীকে। ২০২১ সালের ভবানীপুরের বিধানসভা উপনির্বাচনেও প্রার্থী ছিলেন তিনি। সেই চন্দ্রচূড় গোস্বামী এবার ঘোষণা করে দিলেন, তাঁর সংগঠন আসন্ন লোকসভা নির্বাচনে সর্বশক্তি নিয়ে আসরে নামতে চলেছে।

Next Article