কলকাতা: নবান্নের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে ধরা পড়ল একট টেট চাকরিপ্রার্থী। বুধবার দুপুরে নবান্নের মতো হাই সিকিউরিটি জোনের কাছে এসে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন ২০২২ সালের প্রাথমিক টেটের এক নিয়োগপ্রার্থী। ২০১৬ সালের টেট পরীক্ষার পর মাঝে বেশ কয়েক বছরের ব্যবধান। তারপর ২০২২ সালে আবার টেট পরীক্ষা হয়। কিন্তু সেই পরীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এরই মধ্যে আবার ২০২৩ সালের টেট পরীক্ষার আয়োজন করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমন অবস্থায় বুধবার দুপুরে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ২০২২ সালের টেট পরীক্ষার চাকরিপ্রার্থীরা।
নবান্ন পর্যন্ত পৌঁছনোর আগেই চাকরিপ্রার্থীদের আটকে দেয় পুলিশ। হাওড়ার কাজিপাড়া অঞ্চল থেকে চাকরিপ্রার্থীদের আটক করে শিবপুর থানার পুলিশ। প্রায় ৩৫-৪০ জন চাকরিপ্রার্থীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। বুধবারের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এর আগে করুনাময়ী চত্বরে চাকরিপ্রার্থীদের আন্দোলনের ছবি দেখা গিয়েছে। তবে এবার আর করুনাময়ী চত্বরে নয়, সরাসরি নবান্নের পথে এগোচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু তার আগেই চাকরিপ্রার্থীদের আটকে দেয় পুলিশ। পুলিশ বাধা দিতেই শুরু হয় ধস্তাধস্তি, বচসা। শেষে প্রায় ৩৫-৪০ জন চাকরিপ্রার্থীকে আটক করে নিয়ে যায় পুলিশ।
এসবের মধ্যেই চাকরিপ্রার্থীদের মধ্যে একজন পৌঁছে যান নবান্নের কাছে। তাঁকেও পাকড়াও করে পুলিশ। ওই চাকরিপ্রার্থীর বক্তব্য, “আমরা বছরের পর বছর ধরে বঞ্চিত। আমরা চাইছি ২০২৩ সালের মধ্যে যাতে একটা ইন্টারভিউয়ের নোটিফিকেশন অন্তত প্রকাশ করা হয়। আমাদের নিয়োগের নোটিফিকেশন না দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে।” প্রসঙ্গত, কিছুদিন আগেই এক বিশেষভাবে সক্ষম যুবক হুইল চেয়ারে বসে চাকরির দাবিতে মালদা থেকে চলে এসেছিল হাওড়ায়। গন্তব্য ছিল নবান্ন। যদিও নবান্ন পর্যন্ত যাওয়ার আগেই তাঁকে আটকে দিয়েছিল পুলিশ।