কলকাতা: কলকাতা হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে আবার নতুন করে মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি বিশ্বভারতীর উপাচার্য হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। এরপরই পুরনো একগুচ্ছ মামলায় তাঁকে তলব করে পুলিশ। বোলপুরে বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনেও হানা দিয়েছিলেন শান্তিনিকেতন থানার পুলিশকর্মীরা। পুলিশের দায়ের করা ওই মামলাগুলিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। মামলাটি উঠেছিল হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।
আজ সেই মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তোলেন, পাঁচটি বিভিন্ন অভিযোগে এফআইআর করা হয়েছে। সেক্ষেত্রে কেন একটি মামলায় আলাদা করে আবেদন? হাইকোর্টের বিচারপতি এই প্রশ্ন তোলার পরই সেই মামলা প্রত্যাহার করে নেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। আগামিকাল (বৃহস্পতিবার) তাঁকে নতুন করে মামলা করে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য হিসেবে নভেম্বরের শুরুর দিকেই মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁর একাধিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি উপাচার্য থাকাকালীন বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছিল শান্তিনিকেতন থানায়। উপাচার্য হিসেবে কার্যকালের মেয়াদ ফুরোতেই পুরনো মামলাগুলিতে থানায় তলব করা হয় বিদ্যুৎ চক্রবর্তীকে। উপাচার্য থাকাকালীন পূর্বপল্লীতে তাঁর যে বাসভবন ছিল, সেখানও পৌঁছে গিয়েছিল পুলিশ। নোটিস দিয়ে এসেছিল সেখানে। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলির প্রেক্ষিতে গতমাসেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। এবার সেই মামলা প্রত্যাহার করে ফের নতুন করে মামলা করার তোড়জোড় করছেন বিদ্যুৎ চক্রবর্তী।