Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 06, 2023 | 3:56 PM

Calcutta High Court: প্রসঙ্গত, 'জল জীবন মিশন’ প্রকল্পের একাধিক বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘ফেরুল’ অর্থাৎ মূল পাইপ থেকে মুখ জোড়ার যন্ত্রাংশ কেনা-সহ একাধিক বিষয়ে বেনিয়মের অভিযোগ তোলেন শুভেন্দু।

Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা
Image Credit source: MINT

Follow Us

কলকাতা:  রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের নির্দেশের ওপর স্থগিতদেশ দিলেন বিচারপতি শম্পা সরকার। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা করেন পুলক রায়।

প্রসঙ্গত, ‘জল জীবন মিশন’ প্রকল্পের একাধিক বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘ফেরুল’ অর্থাৎ মূল পাইপ থেকে মুখ জোড়ার যন্ত্রাংশ কেনা-সহ একাধিক বিষয়ে বেনিয়মের অভিযোগ তোলেন শুভেন্দু।  তাঁর অভিযোগ, , খোলা বাজারে যে ফেরুলের দাম ২১৩ টাকা, সেটাই কেনা হয়েছে ৫৭০ টাকায়। এছাড়াও বেছে বেছে সংস্থাকে দিয়ে ফেরুল কেনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শুভেন্দুর কথায়, ‘ ১০৮৬ কোটি টাকার প্রকল্পে নুন্যতম ৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে’। এই বক্তব্যের পর উলুবেড়িয়া মহকুমা আদালতে  ফৌজদারি মামলা করেন মন্ত্রী পুলক।

নিম্ন আদালত এক পক্ষ শুনেই শুভেন্দু অধিকারীকে লিখিত জবাবি হলফনামা দিতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারী সেই নির্দেশে জানিয়েছিলেন, হলফনামা জমা করবেন না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়। তার প্রক্ষিতেই শুনানি ছিল হাইকোর্টে। বিচারপতি শম্পা সরকার আপাতত নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন।

 

Next Article