কলকাতা: ভারতে হামলার হুমকি দিয়ে আল কায়দার বিবৃতি। বিহার, রাজস্থান, গুজরাটে হামলার হুমকি। বাংলায় লেখা বিবৃতিতে হুমকি আল কায়দা উপমহাদেশের (AQIS)। এক সুরে আল কায়দাকে আক্রমণ তৃণমূল, বিজেপির। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ওরা তো এতদিন হামলা করল। কাশ্মীরেও হামলা করেছিল। পাকিস্তান, আফগানিস্তান এখন তো না খেতে পেয়ে মরছে সব। হাতে বন্দুক নিয়ে ঘুরছে, পেটে রুটি নেই। বাচ্চারা দুধ পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না। মারা যাচ্ছে। এই তো দিয়েছে। ওরা যদি মনে করে হামলা করে ভয় দেখাবে, ওই দিনটা যেন ভুলে যায়। খুঁজে পাওয়া যাবে না কাউকে। সরকার পাল্টে গিয়েছে, দেশ পাল্টে গিয়েছে। ওসব ফুটানি যেন এখানে না মারে। অনেক হুমকি দিয়েছে, একে মারবে তাকে মারবে। সব জানা হয়ে গিয়েছে। যে ক’টা আছে, শিকড় বাকড় উপড়ে ফেলে দেবে সব।”
অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথায়, “এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে সেভাবে আলোচনা না করাই ভাল। প্রশাসনিক ব্যক্তিরা দেখবেন।” বিজেপিকে আক্রমণ করে কুণাল আরও বলেন, “মানুষ বিজেপির আর্থিক নীতি এবং সমস্ত নীতিতে বিরক্ত। সেটাকে ঢাকতে গিয়ে একটা উগ্র ধর্মীয় রাজনীতি করতে যাচ্ছে বিজেপি। তার কিন্তু একটা ভয়ঙ্কর কাউন্টার প্রতিক্রিয়ার ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। ধর্ম আর রাজনীতি এই দু’টো এক করা যায় না। রাজনীতি মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানের লড়াই। ধর্ম নিজস্ব বিশ্বাসের জায়গায়। দায়িত্বশীল রাজনীতি করে এই ধরনের প্রবণতা বন্ধ করা দরকার।”
এ নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এ দেশ আলকায়দাকে চেনে, এ দেশ নিজস্ব শক্তি দিয়ে এদের উপড়ে দেবে। সমাজ সংঘবদ্ধ হচ্ছে। সর্বশক্তি দিয়ে এদের মোকাবিলা করবে ভারতের মানুষ।”
কলকাতা: ভারতে হামলার হুমকি দিয়ে আল কায়দার বিবৃতি। বিহার, রাজস্থান, গুজরাটে হামলার হুমকি। বাংলায় লেখা বিবৃতিতে হুমকি আল কায়দা উপমহাদেশের (AQIS)। এক সুরে আল কায়দাকে আক্রমণ তৃণমূল, বিজেপির। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ওরা তো এতদিন হামলা করল। কাশ্মীরেও হামলা করেছিল। পাকিস্তান, আফগানিস্তান এখন তো না খেতে পেয়ে মরছে সব। হাতে বন্দুক নিয়ে ঘুরছে, পেটে রুটি নেই। বাচ্চারা দুধ পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না। মারা যাচ্ছে। এই তো দিয়েছে। ওরা যদি মনে করে হামলা করে ভয় দেখাবে, ওই দিনটা যেন ভুলে যায়। খুঁজে পাওয়া যাবে না কাউকে। সরকার পাল্টে গিয়েছে, দেশ পাল্টে গিয়েছে। ওসব ফুটানি যেন এখানে না মারে। অনেক হুমকি দিয়েছে, একে মারবে তাকে মারবে। সব জানা হয়ে গিয়েছে। যে ক’টা আছে, শিকড় বাকড় উপড়ে ফেলে দেবে সব।”
অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথায়, “এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে সেভাবে আলোচনা না করাই ভাল। প্রশাসনিক ব্যক্তিরা দেখবেন।” বিজেপিকে আক্রমণ করে কুণাল আরও বলেন, “মানুষ বিজেপির আর্থিক নীতি এবং সমস্ত নীতিতে বিরক্ত। সেটাকে ঢাকতে গিয়ে একটা উগ্র ধর্মীয় রাজনীতি করতে যাচ্ছে বিজেপি। তার কিন্তু একটা ভয়ঙ্কর কাউন্টার প্রতিক্রিয়ার ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। ধর্ম আর রাজনীতি এই দু’টো এক করা যায় না। রাজনীতি মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানের লড়াই। ধর্ম নিজস্ব বিশ্বাসের জায়গায়। দায়িত্বশীল রাজনীতি করে এই ধরনের প্রবণতা বন্ধ করা দরকার।”
এ নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এ দেশ আলকায়দাকে চেনে, এ দেশ নিজস্ব শক্তি দিয়ে এদের উপড়ে দেবে। সমাজ সংঘবদ্ধ হচ্ছে। সর্বশক্তি দিয়ে এদের মোকাবিলা করবে ভারতের মানুষ।”