মুরারই: বিগত একমাস ধরে তিহার জেলে বন্দী বীরভূমে ‘বাঘ’ অনুব্রত মণ্ডল (Anubarata Mondal)। পঞ্চায়েত ভোটের আগে কি জেলায় ফিরতে পারবেন তিনি? এখন এমন প্রশ্ন-ই ঘোরাফেরা করছে জেলা রাজনীতির অন্দরে। রবিবার বীরভূমের মুরারইয়ে জনসভায় এসে এই প্রশ্নের জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে বিজেপির সংগঠন নিয়ে অন্য কাউকে ভাবতে হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি (Suvendu Adhikari)।
ঠিক কী বললেন শুভেন্দু?
পঞ্চায়েত ভোটের আগে কি অনুব্রত মণ্ডল জেলায় ফিরে আসতে পারবেন- টিভি৯ বাংলা-র সাংবাদিকের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারীর এককথায় জবাব, “অসম্ভব, অসম্ভব, অসম্ভব।” অর্থাৎ পঞ্চায়েত ভোটের সময়ও অনুব্রত মণ্ডল দিল্লিতে জেলেই থাকবেন বলে স্পষ্ট করে দেন বিরোধী দলনেতা।
অন্যদিকে, বীরভূমে বিজেপির সংগঠন প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, “বিজেপির সংগঠন নিয়ে অন্য কাউকে ভাবতে হবে না, সেটা বিজেপিই ভাববে।” একইসঙ্গে পঞ্চায়েত ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী শুভেন্দুর মন্তব্য, “কেন্দ্রীয় বাহিনী থাকলে বীরভূমে পঞ্চায়েতে তৃণমূলের যা অবস্থা হবে, আপনারা দেখতে পাবেন। এখানকার মানুষ যা বোঝার বুঝে গিয়েছে। তাঁর আরও দাবি, বীরভূম প্রস্তুত, দুটি লোকসভা মোদীজিকে দেবে।”
যদিও শুভেন্দু অধিকারীর দাবি খারিজ করে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর পাল্টা দাবি, “বীরভূম কেন, সব জেলাতেই তৃণমূল কংগ্রেস জিতবে।” একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি খারিজ করে দিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্রের কটাক্ষ, “লোকসভা, বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে। পঞ্চায়েত ভোট, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী থাকে না। এরা কি সংবিধান বদলাতে চাইছে?” আর অনুব্রত প্রসঙ্গে কুণাল ঘোষের পাল্টা দাবি, “অনুব্রত মণ্ডলকে ইডি, সিবিআই গ্রেফতার করেছিল বলে শুভেন্দু এসব বলতে পারছেন। ইডি যে চার্জশিট দিচ্ছে বোঝা যাচ্ছে, একপক্ষের দিকে অতি সক্রিয়তা চলছে।”
প্রসঙ্গত, এদিন শুভেন্দু অধিকারীর জনসভা যখন শুরু হয় মুরারইয়ে, তখনই মুরারই থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রামপুরহাটে জরুরি ভিত্তিতে শুরু হয় তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকেই শুভেন্দু অধিকারীর পাল্টা তৃণমূল কংগ্রেসের একটি সভা করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আরও জানা যাচ্ছে, তৃণমূলের এই সভা হবে শুভেন্দু অধিকারীর যে মাঠে সভা হচ্ছে, সেখানেই। এই বৈঠকে জেলা কোর কমিটির সকল সদস্যরা উপস্থিত রয়েছেন।