কলকাতা: ছাত্রভোটের আগে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের। পুরোপুরি ভেঙে গেল আলিয়া বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিট। পদত্যাগ করলেন ইউনিটের প্রায় প্রত্যেকেই। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটেছে। এরপরই ছাত্র ভোট হওয়ার কথা। ছাত্রভোটের দিনক্ষণ এখনও নির্ধারিত নয়। তার আগেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটকে নিয়ে বিড়ম্বনায় পড়ল রাজ্যের শাসকদল। আলিয়ার টিএমসিপি ইউনিটের প্রায় ৯০ শতাংশ পদাধিকারি পদত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কাছে।
আলিয়ার টিএমসিপি ইউনিটের সদস্যদের অভিযোগ, আলিয়া বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি ইউনিটের যিনি পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন, তিনি কার্যত ব্যক্তিস্বার্থে জোর দিয়েছেন। পদত্যাগকারীদের অভিযোগ, ‘দুর্নীতি দেখেও চুপ থাকতে বলা হয়েছে’।
আলিয়া বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা ছিল। উপাচার্য ছিলেন না দীর্ঘদিন। কিন্তু কোনও বিষয়েও ইউনিটের তরফ থেকে কোনও কর্মসূচি নেওয়া হয়নি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ভাবে টিএমসিপি ইউনিটের সদস্যদের গণইস্তফা কার্যত বিড়ম্বনায় ফেলে রাজ্যের শাসকদলকে। এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “আমি মনে করি, ওরা যথেষ্ট ভাল ছেলেমেয়ে। ব্যক্তিগত ভাল মন্দ সম্পর্ক হতেই পারে। কারোর প্রতি ভাল লাগা, খারাপ লাগা থাকতেই পারে। আমাদের সারা বছর ধরেই এই ধরনের বিষয় সামলাতে হয়। তবে ওরা কথা বলতে এলে, আমি নিশ্চয়ই কথা বলব।”
বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে থাকছে আলিয়া বিশ্ববিদ্যালয়। সম্প্রতি রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস নিযুক্ত অস্থায়ী উপাচার্য পদে প্রাক্তন আইপিএস এম ওয়াহাবকে নিযুক্ত করেছেন। তা নিয়েও যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। চলতি মাসের ২৬ তারিখ নিজের দায়িত্ব বুঝে নেবেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন অস্থায়ী উপাচার্য।