New Weather Radar: উপকূলে ঝড়ের পূর্বাভাস হবে আরও নির্ভুল, কলকাতায় আসছে নতুন র্যাডার
Alipore Weather Office: আবহাওয়ার পূর্বাভাস অনেক ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত কৃষক ও মৎস্যজীবীরা সেই রিপোর্টের ওপর ভরসা করেন অনেকটাই।
কলকাতা : যত দিন যাচ্ছে, ততই আসছে আধুনিক প্রযুক্তি। ক্রমশ আবহাওয়ার (Weather) ক্ষেত্রে একেবারে নির্ভুল পূর্বাভাস দিতে সমর্থ হচ্ছেন আবহাওয়াবিদরা। কখন ঝড় আছড়ে পড়বে, কখন, কোথায় বৃষ্টি হবে, এমন সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে আরও সহজে। আর এবার শহরে আসছে নতুন র্যাডার। যার মাধ্যমে আরও সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
সোমবার আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এক্স ব্যান্ডের একটি র্যাডার রয়েছে কলকাতায়, যা পরিবর্তন করা হবে। আর একটি এক্স ব্যান্ডের র্যাডার আনা হচ্ছে। অত্যাধুনিক পদ্ধতিতে আবহাওয়া সংকেত পেতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ডিজি। তিনি জানান, এর ফলে উপকূল এলাকায় আবহাওয়ার তথ্য সংগ্রহের ক্ষেত্রে আরও সুবিধা হবে। সাধারণ নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে, তার প্রভাব বেশিমাত্রায় পড়ে উপকূলের অঞ্চলগুলিতে। তাই সেখানে আগে থেকে খবর থাকা অত্যন্ত জরুরি। সঠিক পূর্বাভাস থাকলে সতর্কতা অবলম্ব করতে সুবিধা হয় ও ক্ষয়ক্ষতি এড়ানো যায়। এই র্যাডারের মাধ্যমে সাধারণত ঝড়ের গতিবেগ, বৃষ্টির পরিমান বোঝা যায়।
এদিন আরও জানানো হয়েছে, আগামী বছর বর্ষাকালের আগেই কলকাতা শহরে তৈরি হবে আর্বান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম। কলকাতা পুরনিগম, রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে হবে এই সিস্টেম তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র। কোথায় কতটা বৃষ্টি হবে? কীভাবে প্রস্তুত থাকবে মহানগরী, তা এই সিস্টেম থেকে আরও স্পষ্ট হবে।কলকাতা শহরের জল যন্ত্রণার ছবি নতুন নয়। বৃষ্টি একটু বাড়লেও কিছুক্ষণের মধ্যে ডুবে যায় কলকাতার একাধিক রাস্তা। তাই এই সিস্টেম শহরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।