Bengal BJP: ডিসেম্বরেই বাংলার বিজেপি সাংসদদের ডাক পড়ল দিল্লিতে, থাকবেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুও

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 09, 2022 | 10:29 PM

Bengal BJP: রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীও থাকতে পারেন সেখানে।

Bengal BJP: ডিসেম্বরেই বাংলার বিজেপি সাংসদদের ডাক পড়ল দিল্লিতে, থাকবেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুও
বড় বৈঠকে বিজেপি

Follow Us

কলকাতা: যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটছেন সব দলের নেতারা, তা থেকে বেশ বোঝা যাচ্ছে, আরও একটা ভোট দরজায় কড়া নাড়ছে। আর সেই আবহে এবার আসরে নামছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। আগামী ১৯ ডিসেম্বর দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গের সব বিজেপি সাংসদকে দিল্লিতে ডাকা হয়েছে। শুধু সাংসদরাই নয়, সেই বৈঠকে বাংলায় বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরাও থাকবেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ থাকবেন সেই বৈঠকে। সাংসদেরা ছাড়াও ডাক পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীও থাকতে পারেন সেখানে। মূলত পঞ্চায়েত নির্বাচন নিয়ে কথা হবে ওই বৈঠকে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন, এমন খবর আগেই শোনা গিয়েছে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখোমুখি বৈঠকেও বসতে পারেন তিনি। শুধু স্বরাষ্ট্রমন্ত্রীই নয়, আরও কয়েকদিন পর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গেও দেখা করতে পারেন শুভেন্দু। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আবহে এইভাবে পরপর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

নির্বাচনের আগে বিরোধীদের অন্যতম অস্ত্র হতে চলেছে দুর্নীতি। নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক। তাই এবার নির্বাচনের আগে সেই হাতিয়ার বিরোধীরা কীভাবে কাজে লাগাবে, সে বিষয়েও আলোচনা হতে পারে। এছাড়া রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গও উঠে আসতে পারে বৈঠকে।

Next Article