কলকাতা: গ্যাসের লাইসেন্স দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল বঙ্গ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে। এমনকী, খুনের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে প্রথম সারির এই বিজেপি নেতার বিরুদ্ধে। সূত্রের খবর, বিধাননগর উত্তর থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অরূপ রতন রায় নামক এক ব্যক্তি। তিনি দাবি করেছেন, গ্যাসের লাইসেন্স দেওয়ার নামে প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন জয়প্রকাশ। এমনকী, টাকা ফেরত চাইতে এলে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
অভিযোগকারীর দাবি, প্রাক্তন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তাঁর ব্যক্তিগত আলাপ রয়েছে বলে দাবি করে জয়প্রকাশ মজুমদার ইন্ডিয়ান অয়েল গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি দিয়ে চলতি বছরের শুরুতেই ৪ লক্ষ ২০ হাজার টাকা তিনি নেন বলে দাবি। কিন্তু তারপর থেকে জয়প্রকাশ আর কোনও সাড়া শব্দ করেননি বলে দাবি অভিযোগকারীর। এরপর চলতি মাসের ২ তারিখ জয়প্রকাশ অরূপ রতন রায় নামক ওই ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ।
বিজেপি যদিও গোটা বিষয়টির নেপথ্যে রাজনীতি রয়েছে বলেই দাবি করেছে। এই নিয়ে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার বিজেপি রাজ্য সহ-সভাপতি শমীক ভট্টাচার্য জবাবে বলেন, জয়প্রকাশ এই অভিযোগের পালটা এফআইআর করছেন। অভিযোগকারী ব্যক্তি এর আগেও অন্য একটি বিষয় নিয়ে অভিযোগ দায়ের করেছিল, যা পরবর্তী সময় আদালতে মিথ্যা প্রমাণিত হয় বলে দাবি শমীকের। তিনি বলেন, “পুরোটাই রাজনৈতিক।” আরও পড়ুন: ‘‘বিজেমূল’ তত্ত্ব ভুল ছিল, সূর্য-বিমানরা স্বীকার করলেও ‘বিধি বাম’ সেলিম