Fraud Case: ডাক্তারিতে সুযোগ পাইয়ে দেওয়ার নামে কয়েক কোটির প্রতারণা, পুলিশের জালে অভিযুক্ত

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 12, 2023 | 5:11 PM

Fraud Alert: বিভিন্ন পড়ুয়ারা, যাঁরা এমবিবিএস-এ ভর্তি হতে চায়, তাদের টোপ দিয়ে, প্রতারণার জালে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত আকাশ।

Fraud Case: ডাক্তারিতে সুযোগ পাইয়ে দেওয়ার নামে কয়েক কোটির প্রতারণা, পুলিশের জালে অভিযুক্ত
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: ডাক্তারিতে (MBBS) ভর্তি করিয়ে দেওয়ার নামে করে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ (Fraud Case)। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দমদম বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম আকাশ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে ভবনীপুর থানার পুলিশ আকাশকে গ্রেফতার করে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, ওই আকাশ নামের ব্যক্তি দীর্ঘদিন ধরে এই প্রতারণার কারবারের সঙ্গে যুক্ত। বিভিন্ন পড়ুয়ারা, যাঁরা এমবিবিএস-এ ভর্তি হতে চায়, তাদের টোপ দিয়ে, প্রতারণার জালে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত আকাশ।

তবে আকাশ চট্টোপাধ্যায় নামে এই ব্যক্তি বিশেষ কোনও নামী পদ বা কোনও হাসপাতালের সঙ্গে যুক্ত ছিল না বলেই পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে। মূলত পড়ুয়াদের ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিত সে। শুধু এই রাজ্যেই নয়, পুলিশ সূত্রে খবর, কলকাতার পাশাপাশি মহারাষ্ট্রেও লোক ঠকানোর এই চক্র ছড়িয়েছিল সে। এই প্রতারণা কারবারের বিষয়ে বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল। কলকাতা শহরের ভবানীপুর থেকে শুরু করে টালিগঞ্জ এবং একাধিক থানায় এই আকাশ চট্টোপাধ্যায়ের নামে অভিযোগ জমা পড়েছিল।

সেই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। আর তদন্তে নেমে গোপন সূত্র মারফত কলকাতা পুলিশ আকাশের বিষয়ে বিভিন্ন তথ্য জোগাড় করেছিল। সেই মতো মঙ্গলবার দমদম বিমানবন্দরের বাইরে থেকে ভবানীপুর থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। আকাশ চেন্নাই থেকে কলকাতায় ফিরছিল। সেই খবর পেয়ে পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল এলাকায় এবং আকাশ দমদম বিমানবন্দরে নামতেই তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আকাশকে দফায় দফায় জেরা করে পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। কারণ, ওই ব্যক্তি কোনও হাসপাতালের সঙ্গে যুক্ত নয়, কোনও বড় পদেও নেই। তাহলে কেন কেবল ডাক্তারি ভর্তি করিয়ে দেওয়ার নামেই প্রতারণার জাল ছড়াত, সেই বিষয়টির উত্তর খোঁজার চেষ্টা করছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা।

Next Article