কলকাতা: বাড়ির সামনে বাইক রেখেছিলেন। তাই নিয়ে বচসা। প্রতিবাদ করায় বেঙ্গল এসটিএফ-এর ওসিকে মারধর করার অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। সোমবার রাতে রাজারহাট থানার পুলিশ রাজারহাট বাজার থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে রাজারহাট বাজারের ঘটনা। অভিযুক্ত যুবক ওই অফিসারের বাড়ির সামনে নিজের বাইক রেখেছিলেন। এদিকে রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকায় ওই বাইকটি সরিয়ে রাখতে বলা হয়। এরপরই শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত ওই যুবক। আচমকাই কিল ঘুষি মারতে থাকেন। রাজারহাট থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।
ভরসন্ধ্য়ায় প্রকাশ্যে এমন ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকার লোকজনের দাবি, এলাকায় যদি এমন অশান্তি বিশৃঙ্খলা চলে, তাহলে নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। পুলিশি নজরদারি বাড়ানোর আর্জি জানিয়েছেন তাঁরা। আজ ধৃতকে আদালতে তোলা হবে। পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে।