রবিবারের দুপুরে ফের আগুন আতঙ্ক জয়ায়, পুড়ে খাক প্রেক্ষাগৃহ থেকেই দেখা গেল ধোঁয়া

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 04, 2021 | 6:10 PM

Fire Jaya Multiplex: গত শুক্রবার ২ জুলাই হঠাৎই রাতে লেকটাউন জয়া প্রেক্ষাগৃহে আগুন লাগার ঘটনা ঘটে। মূল জয়া তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হলেও একেবারে জ্বলে গিয়েছে মিনি জয়া।

রবিবারের দুপুরে ফের আগুন আতঙ্ক জয়ায়, পুড়ে খাক প্রেক্ষাগৃহ থেকেই দেখা গেল ধোঁয়া
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ফের মিনি জয়া প্রেক্ষাগৃহের ভিতর থেকে ধোঁয়া দেখা গেল রবিবার। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। একটি ইঞ্জিনও তড়িঘড়ি সেখানে পৌঁছয়। পুলিশ সূত্রে খবর, এত বড় অগ্নিকাণ্ডের পর পকেট ফায়ারের আশঙ্কা থেকেই যায়। এদিনও তেমনটাই হয়েছে বলে প্রাথমিক অনুমান।

এদিন সকালে পুড়ে খাক মিনি জয়া থেকে ধোঁয়া বের হতে দেখেন হলেরই কয়েকজন কর্মী। নতুন করে উদ্বেগ ছড়ায়। চিৎকার চেঁচামেচি শুরু হয় এলাকায়। সঙ্গে সঙ্গে থানা ও দমকলে খবর দেন স্থানীয়রা। দমকল ও পুলিশ সূত্রে খবর, প্রেক্ষাগৃহের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল। সেখান থেকেই পকেট ফায়ারের সম্ভাবনা। এদিন ধোঁয়া দেখা দেয়। এদিন ফায়ার কুলিংয়ের কাজ শুরু করেন দমকলকর্মীরা।

প্রসঙ্গত গত শুক্রবার ২ জুলাই হঠাৎই রাতে লেকটাউন জয়া প্রেক্ষাগৃহে আগুন লাগার ঘটনা ঘটে। মূল জয়া তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হলেও একেবারে জ্বলে গিয়েছে মিনি জয়া। দর্শকাসন থেকে প্রজেক্টর রুম, একেবার জ্বলে খাক। রাত ১০টা নাগাদ আগুন লাগে। মুহুর্তে তা ভয়াবহ রূপ নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে শুরু করে। গোটা এলাকা বিদ্যুত্‍ বিচ্ছিন্ন করে দেওয়া  হয়। দমকলের ১৫টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: তথ্য মোছার কাজ শুরু ইভিএম থেকে, ফল নিয়ে মামলা হলে তার ভবিষ্যৎ কী, উঠছে প্রশ্ন

শনিবার সেখানে ফরেন্সিক টিমও গিয়েছিল। পাঁচ সদস্যর ওই দল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। পুলিশের বেশ কয়েকজন পদস্থ আধিকারিকও ছিলেন সেখানে। দীর্ঘক্ষণ ধরে প্রেক্ষাগৃহ থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন তাঁরা। সেই সব নমুনা গবেষণাগারে পাঠানো হয়েছে। এরই মধ্যে রবিবার সেখান থেকে ধোঁয়া বের হওয়ায় নতুন করে উদ্বেগ ছড়ায়।

Next Article