AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Allowance of Imam: চুপিসারে ইমাম-মোয়াজ্জমদের ভাতা বাড়িয়ে দিয়েছে রাজ্য, দাবি বিজেপির

BJP-TMC: বিজেপি নেতার দাবি, "এই ভাতা বাড়ানোর জন্য বাজেটে কোনও প্রভিশন ছিল না। কোনওরকম ঘোষণা ছাড়া কাউকে না জানিয়ে চুপিসারে ভোটের ঠিক আগে আগে এই ভাতা বাড়িয়েছে। আর এর জন্য রাজ্য সরকারের এ বছর খরচ হতে চলেছে ২০০ কোটি টাকা। ভোটের আগে এই ঘুষ দিচ্ছেন।"

Allowance of Imam: চুপিসারে ইমাম-মোয়াজ্জমদের ভাতা বাড়িয়ে দিয়েছে রাজ্য, দাবি বিজেপির
| Edited By: | Updated on: May 23, 2024 | 9:13 PM
Share

কলকাতা: ভোটের বাংলায় রাজ্য সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ বিজেপির। চুপিসারে ইমাম, মোয়াজ্জমদের ভাতা বাড়ানোর অভিযোগ তুলল রাজ্যের প্রধান বিরোধী শিবির। ভোটের আগে রাজ্য নিঃশব্দে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে দাবি তাদের। এদিন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, “রাজ্য সরকার চুপিসারে গত ২ মাস আগে থেকে রাজ্যের প্রায় ৭০ হাজার ইমাম মোয়জ্জমের ভাতা বাড়িয়ে দিয়েছে।”

বিজেপি নেতার দাবি, “এই ভাতা বাড়ানোর জন্য বাজেটে কোনও প্রভিশন ছিল না। কোনওরকম ঘোষণা ছাড়া কাউকে না জানিয়ে চুপিসারে ভোটের ঠিক আগে আগে এই ভাতা বাড়িয়েছে। আর এর জন্য রাজ্য সরকারের এ বছর খরচ হতে চলেছে ২০০ কোটি টাকা। ভোটের আগে এই ঘুষ দিচ্ছেন।”

যদিও এর পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব ধর্মের মানুষের জন্য সমানভাবে উন্নয়ন করেন আর বিজেপি যেভাবে ধর্মীয় মেরুকরণের পথে চলে, তাতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন মেনে নিতে পারে না। হিংসা থেকে তাই এ ধরনের কথা বলে।”