Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা অভিষেকের বাবার, ১ ডিসেম্বর হাজিরার নির্দেশ

Defamation case against Suvendu: অতীতে একবার শুভেন্দু অধিকারী 'হাজার কোটি টাকার মালিক' বলে একটি মন্তব্য করেছিলেন। নিশানায় ছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই এই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।

Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা অভিষেকের বাবার, ১ ডিসেম্বর হাজিরার নির্দেশ
শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2022 | 9:39 PM

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আলিপুর আদালতে মামলা করেন অমিত বন্দ্যোপাধ্যায়। অতীতে একবার শুভেন্দু অধিকারী ‘হাজার কোটি টাকার মালিক’ বলে একটি মন্তব্য করেছিলেন। নিশানায় ছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই এই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিক বৈঠকেও হাজার কোটির প্রসঙ্গ তুলেছিলেন শুভেন্দু। যদিও তিনি আজ কারও নাম করেননি।

মামলাকারী অমিত বন্দ্যোপাধ্যায়ের অবশ্য বক্তব্য, এর সঙ্গে রাজনীতির সঙ্গে যোগ নেই। শুধুমাত্র একজন নাগরিক হিসেবে এই অভিযোগ করা হয়েছে। অমিত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিরোধী দলনেতা বিভিন্ন ফোরামে মানহানিকর মন্তব্য করেছেন তাঁকে নিয়ে। চলতি বছরের ২০ জুন দুর্নীতি করে এক হাজার কোটির ব্যবসা করা নিয়ে একটি মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ করেছেন অমিত বন্দ্যোপাধ্য়ায়। সেই মন্তব্যের তীব্র আপত্তি জানিয়েছেন অমিতবাবু। অভিযোগকারীর বক্তব্য়, তাঁর সুনাম ও সম্মান হানির জন্যই এই ধরনের মন্তব্য করা হয়েছিল।

মামলাকারী অমিত বন্দ্যোপাধ্যায়ের দাবি এর আগে আইনজীবী মারফত শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাওয়ার কথা বলে নোটিস পাঠিয়েছিলেন তিনি। কিন্তু শুভেন্দু অধিকারী সেই নোটিস অগ্রাহ্য করেছিলেন বলে অভিযোগ। অমিত বন্দ্যোপাধ্যায়ের করা এই মানহানির মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। আগামী ১ ডিসেম্বর আলিপুর আদালতের নবম বিচারবিভাগীয় ম্য়াজিস্ট্রেট শুভগীপ মিত্রর এজলাসে শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলে সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বার বার বাকযুদ্ধে নেমেছেন। রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন। উভয় পক্ষের থেকেই ঝাঁঝালো আক্রমণ, প্রতি আক্রমণের সাক্ষী থেকেছে বাংলা। এমন অবস্থায় শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের বাবার এই মানহানির মামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।