রাজ্য নেতৃত্বকে নিয়ে হাইভোল্টেজ বৈঠকে শাহ-নাড্ডা, কোন বার্তা উঠে এল?

ঋদ্ধীশ দত্ত |

Mar 16, 2021 | 12:10 AM

সেই কারণে আগাম কর্মসূচি না থাকলেও শনিবার রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে দিলীপ-মুকুলদের নিয়ে একটি বৈঠকে বসেছেন অমিত শাহ। সঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত রয়েছেন।

রাজ্য নেতৃত্বকে নিয়ে হাইভোল্টেজ বৈঠকে শাহ-নাড্ডা, কোন বার্তা উঠে এল?
ফাইল ছবি

Follow Us

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Eletion 2021) রাজ্যে ২০০-র বেশি বিধানসভা আসনে জয়লাভ করবে বিজেপি (BJP)। একবার নয়, বারবার একাধিক সভায় এই দাবি করতে শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। অতিসম্প্রতি কেন্দ্রীয় কমিটির বৈঠকেও একই দাবি করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বঙ্গ জয়ের মিশনে তাই কোনও ভাবেই কোনও খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। সূত্রের খবর, সেই কারণে আগাম কর্মসূচি না থাকলেও শনিবার রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে দিলীপ-মুকুলদের নিয়ে একটি বৈঠকে বসেছেন অমিত শাহ। সঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত রয়েছেন।

নির্দিষ্ট কর্মসূচি ছিল না। তবে সোমবার রাতে আচমকাই দিল্লি যাওয়ার বদলে কলকাতা চলে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কিছুক্ষণ পরেই শহরে নামে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বিমান। তাঁর পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচি রয়েছে আগামিকাল। দলীয় সর্বভারতীয় সভাপতির উপস্থিতিই বৈঠকে বসেন রাজ্যের শীর্ষ নেতৃত্বরা। বৈঠকে রাজ্যের নেতাদের কড়া ভাষায় বুঝিয়ে দেওয়া হয়, আসন্ন নির্বাচনে কোনও ভাবেই প্রস্তুতির ক্ষেত্রে বিন্দুমাত্র ঢিলেমি মেনে নেবেন না কেন্দ্রীয় নেতৃত্ব। আর জয় নিশ্চিত করতে যে কোনও ধরনের কঠিন সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

আরও পড়ুন: জ্ঞানেশ্বরীকাণ্ডে মমতার ‘মদত’! বিজেপির দাবিকে ‘পাগলের প্রলাপ’ বলে ওড়ালেন ছত্রধর

প্রথম দফা নির্বাচনের ঠিক ১২ দিন আগে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের এই উচ্চপর্যায়ের বৈঠক অনেকাংশে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা জাতীয় সভাপতির উপস্থিতিতে বৈঠক করতে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ঝটিকা সফরে আসেন, তখন সেই বৈঠকের গুরুত্ব আলাদাভাবে বুঝিয়ে বলার প্রয়োজন পড়ে না। তবে সূত্রের খবর, আজকের বৈঠকের একটা বিষয় রাজ্যের নেতাদের বুঝিয়ে দিয়েছেন শাহ-নাড্ডারা। সেটা হল, বাংলায় বিজেপি সরকার গঠন করতে বড় এবং কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না দিল্লি। তাই যত দ্রুত সম্ভব যেন নিজেদের ২০০ শতাংশ দিয়ে ঝাঁপিয়ে পড়েন রাজ্যের নেতারা।

আরও পড়ুন: শুভেন্দুর মমতা-বিভ্রাট, তৃণমূল সুপ্রিমোকে দুষতে টানলেন অন্য মমতাকে

Next Article