Amit Shah In Bengal: নবান্ন সভাঘরে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, আজই বঙ্গ পা শাহের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 16, 2022 | 1:38 PM

Amit Shah In Bengal: শনিবার নবান্ন সভাঘরে বৈঠক। সেই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Amit Shah In Bengal: নবান্ন সভাঘরে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, আজই বঙ্গ পা শাহের
অমিত শাহ। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: শুক্রবার রাজ্যে আসছেন অমিত শাহ। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর। শনিবার নবান্ন সভাঘরে বৈঠক। সেই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শাহ-মমতার কোনও একান্ত বৈঠক হয় কিনা, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

মূলত পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতেই এই সফর। শুক্রবার রাতে কলকাতা আসছেন অমিত শাহ। জানা গিয়েছে, রাত ৯.২০ মিনিটে বিএসএফের বিশেষ বিমানে কলকাতা আসার কথা শাহর। বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার নবান্ন সভাঘরে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিষদের চেয়ারম্যান। ভাইস চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবান্ন সভাঘরে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সশরীরে বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের থাকার সম্ভাবনা কম। সেক্ষেত্রে বিহারের প্রতিনিধিত্ব করবেন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

মূলত ৪ রাজ্যের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রয়োজনীয় সমাধান ও সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে। ৪ রাজ্যের সীমানা এবং সীমান্ত বিষয়ক সমস্যা প্রসঙ্গেও আলোচনা হতে পারে। হাইভোল্টেজ এই বৈঠকের নিরাপত্তা নিয়ে তাই সতর্ক রাজ্য প্রশাসন। দফায় দফায় বৈঠক করছেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা।

সূত্রের খবর, অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকের সম্ভাবনা ক্ষীণ। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দুই নেতার একান্ত সাক্ষাত্‍ও হতে পারে। নবান্ন সভাঘরের পাশে সচিবালয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন মুখ্যমন্ত্রী। সেই প্রস্তুতিও রাখা হচ্ছে বলে সূত্রের খবর।

বৈঠক শেষে নবান্ন সভাঘরেই মধ্যাহ্নভোজ সারার কথা অমিত শাহের। নবান্নের বৈঠক সেরে সেক্টর ফাইভে অ্যানথ্রোপলজি ইনস্টিটিউটে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শনিবার বিকেলেই দিল্লি ফিরে যাবেন তিনি।

Next Article