কলকাতা: সিউড়ির সভা শেষে কলকাতায় ফিরে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার আলোচনায় বসেন নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ (Amit Shah)। নিউটাউনের এক অভিজাত হোটেলে অমিত শাহ বৈঠকে বসেছিলেন দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে (BJP West Bengal)। সূত্রের খবর, ওই বৈঠকে আসন্ন পঞ্চায়েত ভোট (Panchayet Election 2023) নিয়ে বার্তা দেন অমিত শাহ। পঞ্চায়েত ভোটে বুথ আগলে রক্ষা করতে হবে। সব জায়গায় প্রার্থী দিতে হবে বলেও বার্তা দিয়েছেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েতে শাসক দলকে পাল্টা দিতে নিজেদের সর্বস্তরে প্রস্তুত রাখার কথাও বলেছেন শাহ। পাশাপাশি বঙ্গ বিজেপির নেতারাও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েতে ভোট করানোর আবেদনটি অমিত শাহর নজরে এনেছেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, রাজ্য বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আশঙ্কা প্রকাশ করেছেন, পঞ্চায়েত ভোট হিংসাত্মক হতে চলেছে। যেভাবে পঞ্চায়েত ভোট আসার আগেই শাসক শিবিরের অন্দরে রক্তক্ষয়ী সংঘর্ষের অভিযোগ উঠছে, সেই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হল, নির্বাচন ভয়াবহ হবে বলে শাহি বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। জানা যাচ্ছে, লোকসভা ভোটের আগে দলীয় সংগঠনকে আরও শক্তপোক্ত এবং আঁটসাঁট করারও বার্তা দিয়েছেন শাহ। ইতিমধ্যেই সিউড়ির সভা থেকে লোকসভা ভোটের জন্য বাংলা থেকে ৩৫টি আসন জেতার টার্গেট দিয়ে দিয়েছেন অমিত শাহ। সেই লক্ষ্যপূরণের জন্য সবাইকে একজোট হয়ে ময়দানে নামার নির্দেশ অমিত শাহ দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সিউড়ি সভা থেকে লোকসভার টার্গেট বেঁধে দেওয়া হলেও পঞ্চায়েত নির্বাচনের দিকেও নজর রাখছেন শাহ। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বাংলায় বড় ভোট বলতে পঞ্চায়েত নির্বাচনই। সেক্ষেত্রে লোকসভায় নজর থাকলেও আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সেমিফাইনালের ময়দান হিসেবেই দেখছে বিজেপি নেতৃত্ব। শুক্রবার সন্ধের নিউটাউনের হোটেল থেকে কি সেই বার্তাই দিয়ে রাখলেন শাহ? গুঞ্জন রাজনৈতিক মহলে।