Amit Shah: মুখ্যমন্ত্রীকে ফোন অমিত শাহের, বিধ্বস্ত জলপাইগুড়ির নিলেন খোঁজ

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Apr 01, 2024 | 3:26 PM

Amit Shah: বাংলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য অসমেও দুর্যোগ মাথাচাড়া দেয়। ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু হয়। দু'জন নিখোঁজ হয়ে যান। দক্ষিণ সালমারা-মনকাচর জেলায় এই ঘটনা ঘটে। একইসঙ্গে মণিপুরের একাধিক জায়গা ঝড়ের দাপটে বিধ্বস্ত হয়েছে রবিবার। বাড়িঘর ভাঙার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলও।

Amit Shah: মুখ্যমন্ত্রীকে ফোন অমিত শাহের, বিধ্বস্ত জলপাইগুড়ির নিলেন খোঁজ
অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

কলকাতা: ভয়াবহ ঝড়ে বিধ্বস্ত বাংলা, মণিপুর, অসমের একটা অংশ। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে সোমবার অমিত শাহ লেখেন, ‘ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, অসম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

রবিবার জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় ঝড়ের তাণ্ডব চলে। ৫ জনের মৃত্যু, শতাধিক আহতের ঘটনা ঘটে। রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি হাসপাতালে আহতদেরও দেখতে যান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনার খবর শোনার পরই এক্স হ্যান্ডেলে তাঁর উদ্বেগ প্রকাশ করেন। বাংলার বিজেপি নেতাদের দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা দেন।

বাংলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য অসমেও দুর্যোগ মাথাচাড়া দেয়। ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে এক শিশুর মৃত্য়ু হয়। দু’জন নিখোঁজ হয়ে যান। দক্ষিণ সালমারা-মনকাচর জেলায় এই ঘটনা ঘটে। একইসঙ্গে মণিপুরের একাধিক জায়গা ঝড়ের দাপটে বিধ্বস্ত হয়েছে রবিবার। বাড়িঘর ভাঙার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলও।

Next Article