Sheikh Shajahan: ‘রুল ইস্যু করব অফিসারের বিরুদ্ধে’, শেখ শাহাজাহান মামলায় ক্ষুব্ধ হাইকোর্ট

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 01, 2024 | 3:47 PM

Sheikh Shahajahan: রাজ্যের তরফে অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "ট্রায়ালে স্থগিতাদেশ এটা বুঝতে ভুল হয়েছে। তবে এখনও চার্জশিট জমা দেওয়া হয়নি।" শেখ শাহজাহানের বিরুদ্ধে তিনটি খুনের মামলা চলছে। এদিন মামলাকারীদের তরফে আদালতে একটি ইমেল দেখানো হয়।

Sheikh Shajahan: রুল ইস্যু করব অফিসারের বিরুদ্ধে, শেখ শাহাজাহান মামলায় ক্ষুব্ধ হাইকোর্ট
শাহজাহান মামলায় ক্ষুব্ধ বিচারপতি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  নিম্ন আদালতে শাজাহানের চার্জশিট জমা নিয়ে রাজ্যকে তিরস্কার করল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য পুলিশের কাছে জানতে চান, “চার্জশিট কীভাবে দিলেন? ট্রায়াল স্থগিত তারপরও কেন চার্জশিট দিয়েছেন তদন্তকারী অফিসার?” এরপরই বিচারপতি বলেন, “রুল ইস্যু করব অফিসারের বিরুদ্ধে।” বিচারপতি জানতে চান, নিম্ন আদালত কীভাবে চার্জশিট গ্রহণ করল, যখন হাইকোর্ট ট্রায়ালে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে? বিচারপতি বলেন, ” ট্রায়াল কোর্টের সব প্রক্রিয়ায় স্থগিতাদেশ ছিল। তারপরেও এই আচরণে এটা স্পষ্ট হস্তক্ষেপ করা হচ্ছে। চার্জশিট দিলে তুলে নিন।”

রাজ্যের তরফে অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, “ট্রায়ালে স্থগিতাদেশ এটা বুঝতে ভুল হয়েছে। তবে এখনও চার্জশিট জমা দেওয়া হয়নি।” শেখ শাহজাহানের বিরুদ্ধে তিনটি খুনের মামলা চলছে। এদিন মামলাকারীদের তরফে আদালতে একটি ইমেল দেখানো হয়। মামলাকারীরা আদালতে জানান, ট্রায়ালে স্থগিতাদেশ থাকলেও চার্জশিট দিচ্ছে তদন্তকারী অফিসার। তার প্রেক্ষিতেই এদিন তদন্তকারী ভূমিকায় ক্ষুব্ধ হন বিচারপতি জয় সেনগুপ্ত। এই মামলার পরবর্তী শুনানি ৩ এপ্রিল।

প্রসঙ্গত, কয়েক বছর আগে সন্দেশখালি-সহ বসিরহাটের এলাকায় তিনটি খুন হয়। তিনটি ক্ষেত্রেই মৃতদের পরিবারের তরফে যে এফআইআর দায়ের করা হয়, তাতে প্রথমেই নাম ছিল শেখ শাহজাহানের। কিন্তু অভিযোগ, পুলিশ যখন চার্জশিট জমা দেয়, তখন সেই এফআইআর-এর থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয় শেখ শাহজাহানের। এরপরই মৃতদের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

Next Article