কলকাতা: ষষ্ঠ কনভোকেশনের আয়োজন করল কলকাতার অ্যামিটি ইউনিভার্সিটি। গত ২৬ নভেম্বর কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই কনভোকেশনের আয়োজন করা হয়েছিল। স্নাতক উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের সাফল্যের স্বীকৃতি দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পড়ুয়াদের পরিবারের সদস্যরা।
ঐতিহ্য মেনে ‘হাভন’ তথা যজ্ঞ করে অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সব পড়ুয়াদের জন্য প্রার্থনা করা হয়। এদিন ১৭৯৮ জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হয়। ৯৪ জনকে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড দেওয়া হয়, ৩৭ জনকে নন-অ্যাকাডেমিক পুরস্কার দেওয়া হয়।
‘কিরলোস্কার সিস্টেমস’-এর চেয়ারপার্সন ও এমডি গীতাঞ্জলি বিক্রম কিরলোস্কার ও এল অ্যান্ড টি সেমিকনডাকটার টেকনোলজিস-এর সিইও সন্দীপ কুমারকে সাম্মানিক ডক্টরেট প্রদান করা হয়েছে। তাঁরা দুজনেই এদিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রশংসা করেন।
ইউনিভার্সিটির প্রাপ্তি দেখে সন্তোষ প্রকাশ করেন অ্যামিটি ইউনিভার্সিটির চান্সেলর ড. অতুল চৌহান। গোটা বিশ্ব জুড়ে অ্যামিটি ইউনিভার্সিটির বিস্তারের কথা উল্লেখ করেন তিনি। ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. অতুল চৌহানের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, বিশ্বে মোট ১২টি ইউনিভার্সিটি, ২৬টি স্কুল, বিদেশের মাটিতে ১৪টি ক্যাম্পাস মিলিয়ে প্রায় ২ লক্ষ ছেলেমেয়ে পড়াশোনা করেন। তিনি আরও জানিয়েছেন, এই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধু উচ্চমানের শিক্ষা পান, তাই নয়, সংস্কারের পাঠের দিকেও গুরুত্ব দেওয়া হয়।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউ রামাচরণও পড়ুদের প্রশংসা করেছেন। তিনি পড়ুয়াদের উদ্দেশে বলেন, অ্যামিটিই হবে তাঁদের কাছে দ্বিতীয় বাড়ি। তিনি পড়ুয়াদের মনে করিয়ে দিয়েছেন, কীভাবে তাঁদের বাবা-মায়েরা সন্তানদের পড়ানোর জন্য কষ্ট করেন।
ডিগ্রি প্রাপ্ত পড়ুয়ারা এদিন যখন কনভোকেশনের ক্যাপ উড়িয়ে দেন, তখন এক আলাদা পরিবেশ তৈরি হয়। একে অপরকে অভিনন্দন জানান তাঁরা। অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সম্মান প্রদর্শন করেন। তাঁদের মুখে শোনা যায়, ‘থ্রি চিয়ারস ফর অ্যামিটি’।