Bengal BJP: ‘ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছে’, বিজেপি সদস্য সংগ্রহে এখনও লক্ষ্যমাত্রা বহুদূর, ধমক বনশালের

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 28, 2024 | 3:17 PM

Bengal BJP: বনশালের পরামর্শ,  "নিজের এলাকায় সময় দিন। সংগঠন তৈরি করুন। জিতে ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছেন। আপনি এলাকার বিধায়ক, সাংসদ। তারপরেও কেন এই হাল সদস্য সংগ্রহের।"

Bengal BJP: ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছে, বিজেপি সদস্য সংগ্রহে এখনও লক্ষ্যমাত্রা বহুদূর, ধমক বনশালের
সুনীল বনশাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সদস্য সংগ্রহে এখনও ছোঁয়নি টার্গেট। এবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশালের তোপে বঙ্গ বিজেপি। ভার্চুয়াল বৈঠকে বিধায়কদের কার্যত ধমক দেন বনশাল। তিনি বলেন, “আপনি এলাকার বিধায়ক-সাংসদ, তারপরও কেন এই হাল সদস্য সংগ্রহে। জিতে ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছে। নিজের এলাকায় সময় দিন। সংগঠন তৈরি করুন।”

সূত্রের খবর, দলীয় সাংসদ এবং বিধায়কদের ভূমিকায় ক্ষুব্ধ সুনীল বনশাল।  মঙ্গলবার রাতে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বনশাল। সূত্রের খবর, সেখানে বনশাল বলেন, “কোন বিধায়ক, কোন সাংসদ কোথায় কী করছেন, সব খবর আমাদের কাছে আছে। অনেকেই এলাকায় যান না। অন্য জায়গায় ঘুরে বেড়ান। সেখানে গিয়ে দাদাগিরি করলে দল মেনে মানবে না।”

সেই সঙ্গে বনশালের পরামর্শ,  “নিজের এলাকায় সময় দিন। সংগঠন তৈরি করুন। জিতে ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছেন। আপনি এলাকার বিধায়ক, সাংসদ। তারপরেও কেন এই হাল সদস্য সংগ্রহের।”

প্রয়োজনে পুরোনো নেতা দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বনশাল। আরও বেশি করে তাঁদের সংগঠনের কাজে  যুক্ত করার পরামর্শও দিয়েছেন তিনি।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সদস্য সংগ্রহ করার যে টার্গেট দেওয়া হয়েছিল. তার থেকে অনেকটাই দূরে রয়েছে বিজেপি নেতৃত্ব। তাই উচ্চ নেতৃত্বের তিরস্কারের মুখে পড়তে হচ্ছে তাঁদের। সূত্রের খবর, উত্তরবঙ্গের একটা অংশ বাদ দিলে সমতলে সেভাবে সদস্য সংগ্রহ করা যায়নি। তাই অসন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব।

Next Article