Weather Update: সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ, ভিজতে পারে কোন কোন জেলা?
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ১০ তারিখ থেকে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
কলকাতা: বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে (Rain) ভেসেছে উত্তরবঙ্গ (North Bengal)। তবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে আবহওয়ার বিশেষ পরিবর্তন দেখতে পাওয়া যাবে না। কলকাতা (Kolkata) সহ পার্শ্ববর্তী জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানা যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পগরনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। তবে সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে অবস্থার পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ১০ তারিখ থেকে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি বাড়বে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলছে না উত্তরবঙ্গের। আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত চলবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কলিম্পং, জলপাইগুড়িতে। তবে বিগত কয়েকদিনে ভারী বৃষ্টির জেরে বর্তমানে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। সামগ্রিকভাবে তাপমাত্রা কম রয়েছে দক্ষিণবঙ্গেও। এদিকে আবার চলতি মাসের শেষে পুজোর মুখে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। তারজেরে বৃষ্টিতে ভিজতে পারে পুজোমুখর বাংলা।
এদিকে বিগত কয়েকদিন ধরে কলকাতা সহ পাশ্ববর্তী জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও রাজ্যের রাজধানীর তাপমাত্রা বিশেষ কমেনি। এমনকী শনিবার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলে। ছিল ভ্যাপসা গরম। তবে রাতের দিকে বৃষ্টি হওয়ায় ভোরের পর তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ায় মিলছে স্বস্তি। তবে রবিবার ও সোমবার কলকাতার বিস্তৃর্ণ অঞ্চলে বেশ খানিকটা বৃষ্টি হওয়ায় অনেকটাই নেমে যায় তাপমাত্রার পারা। এখন ১০ তারিখের পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে বাংলার তাপমাত্রার পরিমাণ আরও খানিকটা কমবে বলেই মনে করা হচ্ছে।