BJP Bengal meeting: সাংগঠনিক শক্তিতে ভর করেই মাঠে নামবে বিজেপি, তৃতীয় দফার বৈঠক করল কোর কমিটি

BJP West Bengal: রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে এই বৈঠক হয়েছে বিজেপি দফতরে। টিকিট বন্টন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

BJP Bengal meeting: সাংগঠনিক শক্তিতে ভর করেই মাঠে নামবে বিজেপি, তৃতীয় দফার বৈঠক করল কোর কমিটি
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2022 | 8:18 PM

কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের আর খুব বেশিদিন বাকি নেই। এরই মধ্যে একের পর এক দুর্নীতি মামলায় অস্বস্তিতে শাসক শিবির। শাসক দলকে কোনঠাসা করতে কোমর বেঁধে নেমেছে বিরোধীরাও। তবে ভোট প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে, তার জন্যই মঙ্গলবার এক দফা বৈঠক হয়ে গেল রাজ্য বিজেপির সদর দফতরে। পঞ্চায়েত নির্বাচনের জন্য বঙ্গ বিজেপি যে কোর কমিটি তৈরি করেছে, তারই সদস্যরা এ দিন বৈঠকে বসেছিলেন।

সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন হবে বলে সূত্রের খবর। তার আগে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সব শিবিরেই। গত জুন মাসে নির্বাচনকে সামনে রেখে এই কোর কমিটি তৈরি করেছিল গেরুয়া শিবির। তারপর থেকে দফতরে একটি বৈঠক ও একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে সদস্যদের। মঙ্গলবার ছিল কমিটির তৃতীয় বৈঠক। এ দিন মূলত টিকিট বন্টন নিয়ে কথা হয়েছে।

সূত্রের খবর, বিজেপি ইতিমধ্যেই ভোট প্রস্তুতিতে কয়েক কদম এগিয়ে গিয়েছে। জেলভিত্তিক টিম তৈরি করে ফেলেছে তারা। এ দিনের বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অনেক প্রার্থী জয়ী হওয়ার পর তৃণমূলে চলে গিয়েছিলেন, তাঁদের আবার ফিরিয়ে আনা সম্ভব কি না, এবার কাদের টিকিট দেওয়া হবে, এ সব বিষয়ে আলোচনা হয়েছে এ দিন।

সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, এবার সাংগঠনিক শক্তি দিয়ে লড়াই করার জন্য তৈরি হচ্ছে বিজেপি। গত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছিল বলে উল্লেখ করে সাংসদ জানান, এবার সমানে সমানে লড়াই করার মানসিকতা নিয়ে নামছেন কর্মীরা।