Amrit Kalash Yatra: মাথায় প্রতীকী হাঁড়ি, কলেজ স্কোয়্যার থেকে শুরু BJP-র ‘অমৃত কলস যাত্রা’

BJP Rally: এ দিন, মাথায় প্রতীকী কলসী নিয়ে হাঁটতে দেখা গেল তাবড় নেতা-মন্ত্রীদের। সমস্ত মনীষীদের মাটি থেকে ভিটে থেকে মাটি সংগ্রহ করে আনা হয়েছে। জেলার বিভিন্ন কর্মী সমর্থকরা কলসী করে সেই মাটি নিয়ে এসেছেন। মিছিলটিতে পঞ্চাশ-ষাট জন ঢাকি নিয়ে আসা হয়েছে।

Amrit Kalash Yatra: মাথায় প্রতীকী হাঁড়ি, কলেজ স্কোয়্যার থেকে শুরু BJP-র 'অমৃত কলস যাত্রা'
বিজেপি-র অমৃত কলস যাত্রা শুরুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2023 | 1:33 PM

কলকাতা: বিজেপি-র অমৃত কলস যাত্রা শুরু হল কলকাতায়। কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত শুরু হয়েছে মিছিল। সেই মিছিলেন হাঁটছেন তাবড়-তাবড় বিজেপি নেতারা। রয়েছেন, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা। ধর্মতলার ওয়াই চ্যানেলে হবে সমাবেশ।

এ দিন, মাথায় প্রতীকী কলসী নিয়ে হাঁটতে দেখা গেল তাবড় নেতা-মন্ত্রীদের। সমস্ত মনীষীদের মাটি থেকে ভিটে থেকে মাটি সংগ্রহ করে আনা হয়েছে। জেলার বিভিন্ন কর্মী সমর্থকরা কলসী করে সেই মাটি নিয়ে এসেছেন। মিছিলটিতে পঞ্চাশ-ষাট জন ঢাকি নিয়ে আসা হয়েছে।

এই মাটি নিয়ে বিজেপি-র বিভিন্ন ব্লকের নেতা, কর্মীরা রবিবারই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। গেরুয়া শিবিরের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়েই তৈরি হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে শহিদদের স্মরণে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচির চালুর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সমস্ত শহিদদের সম্মান জানাতেই এই কর্মসূচির অধীনে সারা দেশের বিভিন্ন প্রান্তের শহিদ-ভূমি থেকে মাটি সংগ্রহ করার কথা জানান প্রধানমন্ত্রী। তারপর সেই মাটি নিয়ে দিল্লিতে অমৃত বাটিকা গড়ে তোলা হবে। গত মাসের গোড়ায় সেই মাটি সংগ্রহের কর্মসূচি অমৃত কলস যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।