Amta Death case: পার্টি অফিসের ছাদে জোর করে নিয়ে গিয়েছিল! ছেলের মৃত্যুতে সিবিআই তদন্ত চাইল আমতার আরও এক পরিবার

Amta Death case: আনিস খানের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। এরই মধ্যে আদালতে আমতার আরও এক যুবকের মৃত্যু ঘিরে মামলা।

Amta Death case: পার্টি অফিসের ছাদে জোর করে নিয়ে গিয়েছিল! ছেলের মৃত্যুতে সিবিআই তদন্ত চাইল আমতার আরও এক পরিবার
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 9:12 PM

কলকাতা : ফের আমতার এক যুবকের মৃত্যুর মামলা গড়াল হাইকোর্টে। মৃত্যুর আসল কারণ চেপে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এমনটাই দাবি পরিবারের। সেই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মৃতের নাম মেহেরাব আলি (৩১)। ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ বোমা বিস্ফোরণে মৃত্যু হয় মেহেরাবের। অভিযোগ, ছেলের বাবাকে কোনও কিছুই জানানো হয়নি। ছেলের স্ত্রীর স্বাক্ষর নিয়ে কবর দিয়ে দেওয়া হয়েছে ওই যুবককে।

অভিযোগ, তৃণমূল কর্মীরা জোর করে ওই যুবককে পার্টি অফিসের ছাদে নিয়ে যায় বোমা বাধার জন্য। সেখানেই বিস্ফোরণে মৃত্যু হয় মেহেরাবের। আসল কারণ চাপা দেওয়ার চেষ্টা চলছে বলেই দাবি পরিবারের। ঘটনাচক্রে, মেহেরাবের বাড়ি সেই আমতা ব্লকে, যেখানে মৃত ছাত্র নেতা আনিসেরও বাড়ি। দুই বাড়ির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

হাওড়া আমতার যুবনেতা আনিস খানের মৃত্যু ঘিরে তোলপাড় গোটা রাজ্যের রাজনীতি। তারই মধ্যে আমতার আরও এক যুবক খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। আবারও কাঠগড়ায় আমতা থানার পুলিশ। আনিসের পরিবারের মতোই মেহরাবের পরিবারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই যুবকের পরিবার। বিস্ফোরণ মৃত্যু হলেও এই ঘটনাকে খুন বলেই দাবি করছে যুবকের পরিবার।

প্রসঙ্গত, আনিস খান হত্যায় নাম জড়ানোর ফলে ইতিমধ্যেই অস্বস্তিতে পড়েছে আমতা থানার পুলিশ। তারই মধ্যে নতুন করে আরও এক যুবককে খুনের ঘটনায় তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠল। পরিবারের সদস্যদের দাবি, পুলিশ এই খুনের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এর ফলে পুলিশের ভরসা করতে পারছেন না তাঁরা। এই ঘটনায় অবিলম্বে সিবিআই তদন্ত প্রয়োজন বলে দাবি করেছে মহেরাবের পরিবার।

উল্লেখ্য, আনিস খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে প্রথম থেকেই। পরে বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠার পর আমতা থানার দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল। যদিও তারা নিজেদের নির্দোষ বলে দাবি করে ওসিকে ঘটনার জন্য দায়ী করেছেন।

আরও পড়ুন : BJP Bengal: ‘কাজের লোককে বাদ দিয়ে, কাছের লোককে খুঁজছেন’, দলীয় বৈঠকে বিস্ফোরক লকেট