Maa Flyover: মা উড়ালপুলে গাড়ি সাইড করেই ঝাঁপ যুবকের! গাড়িতে সরকারি স্টিকার লাগানো

Attempt to Suicide: জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি চার চাকার গাড়িতে এসেছিলেন। গাড়ি থামিয়ে ঝাঁপ দেন মা উড়ালপুল থেকে।

Maa Flyover: মা উড়ালপুলে গাড়ি সাইড করেই ঝাঁপ যুবকের! গাড়িতে সরকারি স্টিকার লাগানো
মা উড়ালপুল থেকে ঝাঁপ এক ব্যক্তির। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 9:53 PM

কলকাতা: মা উড়ালপুল (Maa Flyover) থেকে ঝাঁপ এক ব্যক্তির। রবিবার সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ ওই ব্যক্তি মা উড়ালপুল থেকে ঝাঁপ দেন। রুবির দিকে নামার মুখে প্রগতি ময়দান থানার সামনে এই ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক বলেই সূত্রের খবর।

জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি চার চাকার গাড়িতে এসেছিলেন। গাড়ি থামিয়ে ঝাঁপ দেন মা উড়ালপুল থেকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। রবিবার সন্ধ্যার সাড়ে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। প্রগতি ময়দান থামার সামনে ১৬-১৭ যে পিলার রয়েছে, সেখান থেকেই ঝাঁপ দেন ওই ব্যক্তি।

নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশের অনুমান খুব বেশি বয়স নয় তাঁর। একই সঙ্গে পুলিশ সূত্রে খবর, যে গাড়ি নিয়ে ওই ব্যক্তি এসেছিলেন, তাতে রাজ্য সরকারের স্টিকার লাগানো রয়েছে। একই সঙ্গে ওই গাড়ির মাথায় বাতিও রয়েছে। তবে সেটি ঢাকা। ফলে বাতি নীল না লাল তা এখনও পরিষ্কার নয়।

একই সঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি থেকে বেশ কিছু তথ্য উদ্ধার হয়েছে। তাও খতিয়ে দেখা হচ্ছে। একটি পরিচয় পত্রও পাওয়া গিয়েছে। তবে সেই সমস্ত তথ্য-নথি ওই ব্যক্তিরই কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

গাড়িতে যে পরিচয় পত্র পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, পরিবহণ দফতরের পুলকার বিভাগের গাড়ি। তবে এই পরিচয় পত্রের সঙ্গে গাড়িটির আদৌ কোনও সম্পর্ক রয়েছে কি না সব দিক তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Corona Update: পুজোর হুল্লোড়! উত্তর ২৪ পরগনাতেই ২৪ ঘণ্টায় কোভিডে মৃত ৪