Anubrata Mondal: এবার বেশ কিছু ‘আনকমন’ প্রশ্নের মুখে পড়তে পারেন, এবারের সোমবারটা অনুব্রতর সঙ্গে বেশ কঠিন
Anubrata Mondal: সোমবার নিজাম প্যালেসে গরু পাচার কাণ্ডে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন তিনি। প্রসঙ্গত, গত বুধবারই অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মন্ডল, কেরিম এবং জিয়াউলের বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা।
কলকাতা: সোমবার! এবারের সোমবারটা তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের জন্য বেশ ‘টাফ’ হতে চলেছে। কারণ সচেতকদের মতে, এবার নিজাম প্ল্যালেসে সিবিআই আধিকারিকদের আরও কড়া প্রশ্নের সম্মুখীন হতে পারেন অনুব্রত। কারণ ইতিমধ্যেই সিবিআই-এর জালে তাঁর সাগরেদ। সূত্রের খবর, সায়গেলের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। বেশ কিছু তথ্য দিয়েছেন এনামুলও. যা কার্যত অনুব্রতর সঙ্গ চাপের হতে পারে। সূত্র মারফত তেমনটাই খবর। ফলে অনেকেই মনে করছেন এবার বেশ কিছু ‘আনকমন’ প্রশ্নের মুখে পড়তে পারেন অনুব্রত। গরু পাচারকাণ্ডে সিবিআই তলব করেছে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সোমবার বেলা এগারোটায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে নিজাম প্যালেসে। সূত্র মারফত জানা যাচ্ছে, রবিবার বোলপুরের বাড়ি থেকে বেলা তিনটে নাগাদ বেরোবেন অনুব্রত মণ্ডল চিনার পার্কের ফ্ল্যাটে সন্ধে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে পৌঁছানোর কথা রয়েছেন তাঁর।
সোমবার নিজাম প্যালেসে গরু পাচার কাণ্ডে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন তিনি। প্রসঙ্গত, গত বুধবারই অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মন্ডল, কেরিম এবং জিয়াউলের বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। টুলু মণ্ডল পেশায় পাথর ব্যবসায়ী। বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। তাঁদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা।
পাচারকাণ্ডে এনামুল হক, বিএসএফ কর্তা সতীশ কুমার ও অনুব্রত দেহরক্ষী সাইগালকে জিজ্ঞাসা করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, এনামুল বেশ কিছু তথ্য জানিয়েছেন, তাতে অনুব্রতর যোগ সামনে আসছে। তদন্তকারীদের হাতে এনামুল একটি রুট ম্যাপ দিয়েছে, যে রাস্তা দিয়ে মূলত গরু পাচার হত। সেই ম্যাপটি রাজ্যের ভৌগোলিক মানচিত্রের সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে, বেশিরভাগ রাস্তাটাই বীরভূম জেলার মধ্যে দিয়ে যাচ্ছে। বীরভূমের ভিতর থেকে কীভাবে গরু পাচার হত, অনুব্রত কি তা জানতেনই না? এই সব তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।
অনুব্রত মণ্ডল সোমবার সিবিআই দফতরে হাজিরা দেবেন কিনা, না এড়াবেন? সেটাই দেখার। রবিবার দুপুরের পর থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।