App Cab Fare: ‘অফিস গোয়ার্স’দের জন্য দারুণ খবর! অ্যাপ ক্যাবের ভাড়া কমল অনেকটাই…এবার নয়া নিয়মে পয়সা উসুল যাত্রীদেরই

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 04, 2022 | 10:47 AM

App Cab Fare: ইতিমধ্যেই এই সংক্রান্ত একটা নোটিস জারি করেছে রাজ্য পরিবহন দফতর। এই অঙ্কে সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা ২৫ পয়সা।

App Cab Fare: অফিস গোয়ার্সদের জন্য দারুণ খবর! অ্যাপ ক্যাবের ভাড়া কমল অনেকটাই...এবার নয়া নিয়মে পয়সা উসুল যাত্রীদেরই
অ্যাপ ক্যাবে নতুন নির্দেশিকা

Follow Us

কলকাতা: নিত্য-অফিসযাত্রীদের জন্য বড় খবর। অ্যাপ ক্যাবের ভাড়া যন্ত্রণা থেকে মুক্তি উপায় মিলল। রাজ্যে নিয়ন্ত্রণ করা হল অ্যাপ ক্যাবের ভাড়া। অ্যাপ ক্যাবের ভাড়া বেঁধে দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটা নোটিস জারি করেছে রাজ্য পরিবহন দফতর। এই অঙ্কে সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা ২৫ পয়সা। অন্যদিকে প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে এসি ট্যাক্সির ক্ষেত্রে ১৮ টাকা ৭৫ পয়সা। নয়া নোটিফিকেশন অনুযায়ী অ্যাপ ক্যাব সর্বাধিক ৫০ শতাংশ  ভাড়া নেওয়া যাবে।

রাজ্য সরকারের নয়া নোটিফিকেশন অনুযায়ী, অ্যাপ ক্যাবে সর্বাধিক ৫০ শতাংশ ভাড়া নেওয়া যাবে। প্রতি কিলোমিটারে সর্বাধিক ভাড়া নেওয়া যাবে ২৮ টাকা। এতদিন পর্যন্ত ক্য়াবে উঠলেই এক জন যাত্রীকে ৪৫ টাকা ভাড়া দিতে হয়। তারপর প্রতি কিলোমিটারে ১০ টাকা করে ভাড়া দিতে হয়। তবে বৃষ্টি, ঝড় কিংবা বসন্তের হোলিতে ইচ্ছা মতো বাড়তে ভাড়া। এতদিন তা রাজ্যের অনিয়ন্ত্রিত ছিল। এর সঙ্গে নেওয়া হয় রাইট টাইম চার্জ। যাত্রী গাড়িতে ওঠা থেকে গন্তব্যে পৌঁছনো পর্যন্ত যত সময় লাগবে, তার উপর নির্দিষ্ট ভাড়া দিতে হবে। তাতেও প্রতি মিনিটে দেড় টাকা করে গুনতে হয় যাত্রীদের। শেষমেশ যুক্ত হয় সারচার্জ, যেটা কিনা যাত্রী-চাহিদার ওপর নির্ভর করে। প্রয়োজন বুঝে ভাড়ার এই অংশই বাড়তে থাকে দ্বিগুণ কিংবা তিন গুণ। সবমিলিয়ে যাত্রী পকেট থেকে খসে বেশ মোটা একটা অঙ্ক।

অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে অভিযোগের শেষ নেই যাত্রীদের। বিস্তর অভিযোগ জমা পড়েছে পরিবহন দফতরেও। এবার নয়া নির্দেশিকা জারি করল সরকার। ফলে অতিরিক্ত লাগামছাড়া ভাড়া নিয়ে এবার সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব সংস্থার থেকে কৈফিয়ত তলব করতে পারবে রাজ্য সরকার।

ক্যাব বাতিলের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দিল রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে, যে বাতিল করবে তাকে প্রস্তাবিত ভাড়ার ১০% দিতে হবে। বেস ফেয়ার নিজেদের মতো ঠিক করে নিত অ্যাপ ক্যাব সংস্থাগুলি। সেটা ৭০ কিংবা ৮০ টাকা পর্যন্তও উঠে যেত। এবার বেস ফেয়ার বেঁধে দিল রাজ্য। সাড়ে ৩ কিমি পর্যন্ত বেস ফেয়ার হবে ৫৬ টাকা। আরও একটি বিষয় উল্লেখ্য, চালকদের জন্য ১০ লক্ষ টাকার মেয়াদি বিমা, ৫ লক্ষ স্বাস্থ্য় বিমা করে দিয়েছে সরকার। তবে এভাবে বনধ-ধর্মঘট ডাকলে চালকদের লাইসেন্সও বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পরিবহন দফতর।

আরও পড়ুন: পুলিশের গাড়িতেই আগুন ধরালেন ওঁরা, পাশে তখন ক্ষতবিক্ষত, থেঁতলে যাওয়া চার-চারটে শরীর! তারপর…

Next Article