কলকাতা: মুখ্যসচিব বিপি গোপালিকার উদ্যাগের প্রশংসা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোথায় রাজ্য সরকার এবং বিভিন্ন সরকারি দফতরের জমি জবর দখল হয়ে রয়েছে তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। সে বিষয়ে প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী। করলেন টুইট।
যদিও কটাক্ষ করতে ছাড়েননি। তাঁর মতে, তৃণমূল ও তার শাখা সংগঠন কোথায় কত সরকারি জমি বেআইনিভাবে দখল করে রেখেছে তার তালিকাও এক্ষেত্রে রাখা উচিত বলে মত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার। একইসঙ্গে রোহিঙ্গাদের কত জমি বেআইনি ভাবে ব্যবহার করতে দেওয়া হয়েছে, তার তালিকাও মুখ্য সচিবের নির্দেশের মধ্যে থাকা উচিত মত নন্দীগ্রামের বিজেপি বিধায়কের।
প্রসঙ্গত, একদিন আগেই সব দফতরের প্রধান এবং জেলাশাসকদের নিজের এলাকার সরকারি জমির তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব। নবান্ন থেকে ওই নির্দেশ দেওয়া হয়। সেখানে বলা হয় ১১ তারিখে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সব সরকারি জমির তালিকা করতে হবে। সেই তালিকা ২১ জুনের মধ্যে আন্ডার সেক্রেটারিকে মেল করে জানাতে হবে।
প্রসঙ্গত, লোকসভা ভোটের পর এদিনই আবার নবান্নে পুলিশের কর্তা ও সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠকে করেন মুথ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানেও কলকাতায় জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিধাননগরেও জমি দখল হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন।