AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: জেলবন্দি স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার সেনাকর্মী

Kolkata Police: পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগেই পার্কস্ট্রিট থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। শুধু ধর্ষণ নয়, মহিলার স্বামীর জামিনের নাম করে তাঁর থেকে টাকাও হাতানো হয়েছে বলে জানা যাচ্ছে।

Kolkata Police: জেলবন্দি স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার সেনাকর্মী
ফের ধর্ষণের অভিযোগ শহরে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 24, 2025 | 6:07 PM
Share

পার্কস্ট্রিট: কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। জেলবন্দি স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে এক সেনাকর্মীর বিরুদ্ধে। তিনি বর্তমানে অসমে কর্মরত ছিলেন জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগেই পার্কস্ট্রিট থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। শুধু ধর্ষণ নয়, মহিলার স্বামীর জামিনের নাম করে তাঁর থেকে টাকাও হাতানো হয়েছে বলে জানা যাচ্ছে। 

অভিযোগপত্রেই মহিলা জানাচ্ছেন, কোনও এক কেসে তাঁর স্বামী অভিযুক্ত হিসাবে বর্তমানে জেলে রয়েছেন। তাঁকেই জামিন পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন সময় ওই মহিলার থেকে টাকা হাতানো থেকে শুরু করে তাঁকে বিভিন্ন জায়গায় নিয়েও গিয়েছিলেন। ধর্ষণ করার কথাও অভিযোগপত্রে স্পষ্ট উল্লেখ করেছেন ওই মহিলা। 

অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পার্কস্ট্রিট থানার পুলিশ। ওয়াটগঞ্জ এলাকা থেকে ওই সেনাকর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এদিন তাঁকে আদালতে তুলে হেফাজতে নিতে চাইছে পুলিশ। আদালতে বেশ কিছুক্ষণ সওয়াল-জবাবও চলে। সরকারি আইনজীবী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। মহিলার মেডিক্যালও করানো হয়েছে। মহিলার কিছু ছবি এবং ভিডিও তুলে তা ভাইরাল করার হুমকি দেওয়ায় হয়েছে বলেও দাবি করেন তিনি। সমস্ত সওয়াল-জবাব শেষে ৪ অগস্ট পর্যন্ত অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।