কলকাতা : সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই চিনে ফেলেছেন পৌলমী অধিকারীকে (Poulami Adhikari)। একসময় জাতীয় দলে খেলা ফুটবল প্লেয়ার পৌলমী এখন রুটি-রুজির টানে বাড়ি বাড়ি খাবার সরবরাহ (ফুড ডেলিভারি) করছেন। তাঁর একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এবার তাঁকে ডেকে পাঠালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। একজন জাতীয় স্তরের খেলোয়াড়ের এমন অবস্থার কথা জেনেই তড়িঘড়ি তাঁকে ডেকে পাঠান মন্ত্রী। বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করেন পৌলমী। তাঁকে পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি অরূপ বিশ্বাস আশ্বস্ত করেছেন, পৌলমী আবার খেলায় ফিরতে পারবেন, সেই ব্যবস্থা করা হবে সরকারের তরফে।
অরূপ বিশ্বাস জানিয়েছেন, এদিন নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল পৌলমীকে। তিনি কোথায় কোথায় খেলেছেন, সে সব তথ্য জানতে চাওয়া হয় তাঁর কাছে। অরূপ বিশ্বাস বলেন, ‘পৌলমী আবার যাতে খেলতে পারে তার ব্যবস্থা করব। সরকারের তরফ থেকে সাহায্য করার চেষ্টা করব, পাশে থাকব।’
মন্ত্রীর দাবি, ক্রীড়ামন্ত্রী হিসেবে সবসময়েই খেলোয়াড়ের পাশে থাকেন তিনি, মধ্যরাতে দৌড়ে যান তাঁদের আপদে-বিপদে। তাই তিনি চান, অন্য কোনও মাধ্যমে যাওয়ার আগে এই ক্ষেত্রে যেন তাঁর সঙ্গেই আগে যোগাযোগ করা হয়। বলেন, ‘খবরটা দেখে আমার খুব খারাপ লেগেছে। মমতা চান বাংলা ভাল খেলুক। বাংলা পথ দেখাক।’
পৌলমীকে পাশে বসিয়ে মন্ত্রী জানিয়েছেন, পৌলমীকে প্র্যাকটিস করতে বলেছেন তিনি। তাঁকে কন্যাশ্রী কাপে খেলানোর চেষ্টাও করছেন তিনি।
মন্ত্রীর ফোন পেয়ে খুশি পৌলমী। তবে খেলায় ফেরার সঙ্গে সঙ্গে একটা চাকরি যে তাঁর অত্যন্ত প্রয়োজন, সে কথা উল্লেখ করেছেন পৌলমী। তিনি জানিয়েছেন, চাকরি করার সঙ্গে সঙ্গে খেলাটা চালিয়ে যেতে চান তিনি।
বেহালার শিবরামপুরের মেয়ে পৌলমী। ২০১৩ সালে অনূর্ধ্ব ১৬ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। চারুচন্দ্র কলেজের হয়েও বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন। ২০১৬ সালে হোমলেস ওয়ার্ল্ড কাপ খেলতে বিদেশেও যান। কিন্তু ওখানেই শেষ। আর খরচ জোগাতে পারেননি তিনি।