By Election Result: সুপ্তি, মুকুটমণি, মধুপর্ণা, কৃষ্ণ কল্যাণী- উপ নির্বাচনে তৃণমূলের চারে চার

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: জয়দীপ দাস

Jul 13, 2024 | 6:01 PM

By Election Result-LIVE UPDATES: সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে কোনও বিধায়ক ছিল না মানিকতলায়। আইনি জটিলতায় ভোটগ্রহণ হয়নি। অবশেষে জট কাটিয়ে কলকাতার এই বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে। এছাড়া বাগদা, রাণাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ কেন্দ্রের ফলাফলও ঘোষণা হবে।

By Election Result: সুপ্তি, মুকুটমণি, মধুপর্ণা, কৃষ্ণ কল্যাণী- উপ নির্বাচনে তৃণমূলের চারে চার

Follow Us

লোকসভা নির্বাচনের পরই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন ঘোষণা হয়। আজ, শনিবার সেই চার কেন্দ্রের ভোটের ফল ঘোষণা হবে। লোকসভা নির্বাচনে এ রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয়ী হয়েছে তৃণমূল। এবার চার বিধানসভা কেন্দ্র নিয়েও আশাবাদী ঘাসফুল শিবির। পিছিয়ে নেই বিরোধীরাও। গত ১০ জুলাই ভোটগ্রহণ হয় মানিকতলা, রাণাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও বাগদা বিধানসভা কেন্দ্রে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 13 Jul 2024 03:43 PM (IST)

    মমতাই ফের হচ্ছেন মুখ্যমন্ত্রী: পার্থ

    লোকসভায় হয়েছিল চোখ ধাঁধানো ফলাফল। ২২ থেকে বেড়ে ২৯ হয়েছে তৃণমূল। এবার উপ নির্বাচনেও জয়ের হাসি আরও চওড়া হল ঘাসফুল শিবিরের। মানিকতলা থেকে বাগদা, রানাঘাট দক্ষিণ থেকে রায়গঞ্জ, সব আসনেই বিধানসভা উপ নির্বাচনে বড় ব্যবধানে জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।

  • 13 Jul 2024 03:13 PM (IST)

    ৬২ হাজার ভোটে জয়ী সুপ্তি

    মানিকতলায় এবার রেকর্ড। বিপুল ভোটের ব্যবধানে এবার মানিকতলায় জিতলেন সুপ্তি পাণ্ডে। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী তিনি। ২০২১ সালে সাধন পাণ্ডে জিতেছিলেন ২০ হাজার ২৩৮ ভোটে। সুপ্তি পাণ্ডে ৬২ হাজার ৩১২ ভোটে জয়ী হয়েছেন এবার।


  • 13 Jul 2024 12:40 PM (IST)

    ৩৩ হাজারের বেশি ভোটে জয়ী মধুপর্ণা

    তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর পেয়েছেন ১০৭৫৭৭টি ভোট, বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস পেয়েছেন ৭৪১০৯টি ভোট। ৩৩,৪৬৮ ভোটের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা।

  • 13 Jul 2024 11:43 AM (IST)

    ৫০ হাজার ভোটে জয়ী কৃষ্ণ কল্যাণী

    এই প্রথমবার রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হল তৃণমূল। জয়ী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তৃণমূলে ফেরার পর টিকিট পান লোকসভা ভোটে। তবে লোকসভায় হেরে যান বিজেপির কাছে। এবার বিধানসভায় জিতলেন বড় ব্যবধানে।

  • 13 Jul 2024 11:39 AM (IST)

    কে, কোথায়, কত ভোটে এগিয়ে

    ১১ রাউন্ড শেষে ৩৫, ৪৪২ ভোটে এগিয়ে রয়েছেন সুপ্তি পাণ্ডে। নবম রাউন্ডের শেষে মধুপর্ণা ঠাকুর ২০ হাজার ৮৮৪ ভোটে এগিয়ে আছেন। রায়গঞ্জে ৪৬১৮৩ ভোটে এগিয়ে তৃণমুল। অষ্টম রাউন্ড শেষে ২৯ হাজার বেশি ভোটে মুকুটমণি অধিকারী এগিয়ে।

  • 13 Jul 2024 10:57 AM (IST)

    এখনও কি আক্ষেপ আছে শ্রেয়ার?

    সাধন পাণ্ডের মৃত্যর পর থেকেই ময়দানে দেখা গিয়েছে মেয়ে শ্রেয়া পাণ্ডেকে। রাজনৈতিক অনুষ্ঠানই হোক বা এলাকার সমস্যা সমাধান, সব ক্ষেত্রেই যেন বাবার বিকল্প হয়ে উঠছিলেন শ্রেয়া। উপ নির্বাচনে প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে জল্পনা থাকলেও সুপ্তি পাণ্ডেকেই টিকিট দেয় তৃণমূল।

    বিস্তারিত পড়ুন: মানিকতলায় অনেকটাই এগিয়ে সুপ্তি, এখনও কি আক্ষেপ আছে শ্রেয়ার?

  • 13 Jul 2024 09:59 AM (IST)

    চতুর্থ রাউন্ড শেষে কী ফলাফল সামনে আসছে

    চতুর্থ রাউন্ড গণনার শেষে বাগদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর আট হাজার ভোটে এগিয়ে আছেন। তৃতীয় রাউন্ড শেষে ১৩,১৪৮ টি ভোটে সুপ্তি পাণ্ডে এগিয়ে রয়েছেন। রাণাঘাট দক্ষিণে ৮৫৩৭ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী।

  • 13 Jul 2024 09:53 AM (IST)

    ‘বাচ্চারা ভুল করেছিল, কান মুলে দিয়েছি…’

    মানিকতলা কেন্দ্রে দীর্ঘদিন বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে। উপ নির্বাচনের প্রার্থী হিসেবে তাঁর মেয়ে শ্রেয়াকে নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নেন সুপ্তিকে। শনিবার তাঁর ভাগ্য পরীক্ষা। ফল প্রকাশের আগে কী বললেন সুপ্তি?

    বিস্তারিত পড়ুন: ‘বাচ্চারা ভুল করেছিল, কান মুলে দিয়েছি…’, ভোটের যা ঘটেছিল, তা ‘পছন্দ নয়’ সুপ্তির

  • 13 Jul 2024 09:44 AM (IST)

    ৫০০০ ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী 

    রায়গঞ্জে তৃতীয় রাউন্ডের গণনা শেষ। এখনও পর্যন্ত তৃণমূলের প্রাপ্ত ভোট ৯৫৯০, বিজেপির প্রাপ্তি ৩৬৫১টি ভোট ও কংগ্রেস পেয়েছে ১৯৮৪টি ভোট। ৫৯৩৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

  • 13 Jul 2024 09:34 AM (IST)

    বাগদা, রানাঘাট দক্ষিণে এগিয়ে কারা

    রানাঘাট দক্ষিণে দ্বিতীয় রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী ২১৬১টি ভোট এগিয়ে। দ্বিতীয় রাউন্ডের শেষে বাগদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ২২০০-র বেশি ভোটে এগিয়ে রয়েছে।

  • 13 Jul 2024 08:45 AM (IST)

    প্রথম রাউন্ডে সুপ্তি ৩১৮০, কল্যাণ চৌবে ৯২৯

    মানিকতলায় ২০টি রাউন্ড গণনা হবে। মোট ১৪ টি টেবিল রয়েছে। ২৭৭ পোলিং বুথ ছিল। মোট ৪ টি হলে গণনা চলছে। প্রথম তিনটি হলে হবে ইভিএম গণনা। চার নম্বর হলে হবে পোস্টাল ব্যালট গণনা। প্রথম রাউন্ডে ৩১৮০ ভোট পেয়েছেন সুপ্তি পাণ্ডে, ৯২৯ ভোট পেয়েছেন কল্যাণ চৌবে। ২২৫১ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।

  • 13 Jul 2024 08:36 AM (IST)

    ভোটের দিন বাচ্চা ছেলেরা ভুল করেছিল: সুপ্তি

    মানিকতলায় গণনা শুরু। তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে বলেন, “৫০টি ছেলে থাকলে ২ জন দুষ্টুমি করেছে। ভোটের দিন বাচ্চা ছেলেরা ভুল করেছিল। তাঁদের আমি বকেছি। কান মুলে দিয়েছি।” ৩১ নম্বর ওয়ার্ড নিয়ে সমস্যা আছে বলে জানিয়েছেন তিনি।

  • 13 Jul 2024 08:06 AM (IST)

    কোন কেন্দ্রে কত রাউন্ড গণনা

    সকাল ৮টা থেকে শুরু হল বিধানসভা উপ নির্বাচনের ভোট গণনা। গণনাকেন্দ্রগুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। রায়গঞ্জে ২ টি কাউন্টিং হলে হবে ১০ রাউন্ড গণনা, বাগদায় ২ টি কাউন্টিং হলে হবে ১৩ রাউন্ড গণনা, রাণাঘাট দক্ষিণে ২ টি কাউন্টিং হলে হবে ১০ রাউন্ড গণনা, মানিকতলায় ৩ টি কাউন্টিং হলে হবে ১৩ রাউন্ড গণনা।

  • 13 Jul 2024 06:43 AM (IST)

    বড় চ্যালেঞ্জ রায়গঞ্জ ও রাণাঘাট দক্ষিণ

    ২০১১ সালে রাণাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছিল। কিন্তু ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল জিততে পারেনি সেখানে। এবার সেই কেন্দ্র প্রার্থী বিজেপি থেকে আসা মুকুটমণি অধিকারী। লোকসভা ভোটে জিততে পারেননি তিনি। বিধানসভায় কি কেমন ফল করেন, সেদিকে নজর থাকছে সব মহলের। এছাড়া রায়গঞ্জ বিধানসভা আসনও তৃণমূলের জন্য একটা বড় চ্যালেঞ্জ। লোকসভা ভোটে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণীই ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী। দীর্ঘদিন ওই কেন্দ্রে জোড়াফুল ফোটেনি। এবার কি সেই জমি নিশ্চিত করতে পারবেন কৃষ্ণ কল্যাণী?

  • 13 Jul 2024 06:39 AM (IST)

    মানিকতলা ও বাগদা নিয়ে আশাবাদী ঘাসফুল শিবির

    মানিকতলা কেন্দ্রে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন মাধন পাণ্ডে। রাজ্যের মন্ত্রীও ছিলেন তিনি। এবার তৃণমূল টিকিট দিয়েছিল তাঁর স্ত্রী প্রার্থী সুপ্তি পাণ্ডেকে। উপ নির্বাচনে সাধন-আবেগ কাজ করেছে বলেই আশা শাসক দলের নেতাদের। অন্যদিকে বাগদা একটা সময় তৃণমূলের দখলে থাকলেও ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা ভোটে হাতছাড়া হয় ওই কেন্দ্র। সেখানে এবার তৃণমূলের প্রার্থী মমতাবাল ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর।