ED at Garden Reach: খাটের তলায় থরে থরে সাজানো নোট, গার্ডেনরিচ-কাণ্ডে আটক নিসারের মেজ ছেলে আতিফ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 11, 2022 | 5:18 PM

ED Raid: সব মিলিয়ে উদ্ধার হওয়া টাকার অঙ্ক ১৭ কোটি ৩২ লাখ। মূল অভিযোগ নিসার খানের ছোট ছেলে আমির খানের বিরুদ্ধে। ইতিমধ্যেই নিসার আহমেদের মেজ ছেলে আতিফ খানকে আটক করা হয়েছে।

ED at Garden Reach: খাটের তলায় থরে থরে সাজানো নোট, গার্ডেনরিচ-কাণ্ডে আটক নিসারের মেজ ছেলে আতিফ
উদ্ধার বিশাল অঙ্কের টাকা

Follow Us

কলকাতা : গার্ডেনরিচে নিসার আহমেদ খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে খাটের তলা থেকে কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার করেছে ইডি। সব মিলিয়ে উদ্ধার হওয়া টাকার অঙ্ক ১৭ কোটি ৩২ লাখ। মূল অভিযোগ নিসার খানের ছোট ছেলে আমির খানের বিরুদ্ধে। ইতিমধ্যেই নিসার আহমেদের মেজ ছেলে আতিফ খানকে আটক করা হয়েছে। উল্লেখ্য, শনিবার সকাল থেকে প্রায় একই সময়ে কলকাতার ছয়টি জায়গায় হানা দিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেই তালিকায় ছিল ম্যাকলয়েড স্ট্রিট, একবালপুর, গার্ডেনরিচ, নিউটাউন। শহরের বিভিন্নপ্রান্তে হানা দিলেও, সবনজর কেড়ে নেয় গার্ডেনরিচ। দীর্ঘ তল্লাশির পর সেখান থেকে উদ্ধার হয় মোট ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। খাটের তলায় থরে থরে সাজানো নোটের বান্ডিল দেখে চক্ষু চরকগাছ তদন্তকারীদের।

টাকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই গার্ডেনরিচের অখ্যাত পাড়াই আজ সংবাদ শিরোনামে। বাড়িতে নিয়ে আসা হয়েছিল টাকা গোনার মেশিন। দীর্ঘ সময় চলে টাকা গোনার কাজ। ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকে টাকার পরিমাণ। শেষপর্যন্ত ১৭ কোটি ৩২ লক্ষতে গিয়ে থামে টাকার পরিমাণ। পাহাড় সমান এই টাকা ভর্তি করা হয় পরপর পাঁচটি ট্রাঙ্কে। এরপর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সেই ট্রাঙ্কগুলিকে তোলা হয় গাড়িতে।

উল্লেখ্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হয়েছে, ই-নাগেট নামে একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করা হত। ওই গেমিং অ্যাপের মাধ্যমে প্রথমে ব্যবহারকারীদের বিশ্বাস অর্জন করা হয়। তারপর ব্যবহারকারীরা যখন আরও বেশি করে টাকা ওই গেমিং অ্যাপে বিনিয়োগ করতে শুরু করেন, তখনই হঠাৎ করে ওই অ্যাপের থেকে টাকা তোলার অপশনটি বন্ধ করে দেওয়া হয়। তারপর অ্যাপ ব্যবহারকারীদের পুরনো সব প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়। তখনই ব্যবহারকারীদের মনে সন্দেহ জাগে। পার্ক স্ট্রিট থানায় এই নিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভিযোগও জানানো হয়েছিল। শেষ পর্যন্ত শনিবার গার্ডেনরিচে অভিযান চালিয়ে উদ্ধার হয় বিশাল অঙ্কের টাকা।

Next Article