কলকাতা: দুর্গা পূজা নিয়ে উন্মাদনা একইরকম আছে ঠিকই, তবে নিখাদ উৎসবের আমেজে কিছুটা ভাটা পড়েছে। ধর্মীয় রীতি আর উৎসবের আনন্দের পাশাপাশি পুজোয় বাড়ছে রাজনীতির প্রভাব। শাসক দল প্রভাবিত পুজো আর বিরোধী দল প্রভাবিত পুজোর দ্বন্দ্ব চোখে পড়ে প্রতি বছরই। এবারও তার ব্য়তিক্রম নয়। পুজোর উদ্বোধনে যাচ্ছেন প্রথম সারির রাজনৈতিক নেতারা। রাজনৈতিক বার্তাও দিচ্ছেন তাঁরা। তবে এই রাজনৈতিক তরজাকে মোটেই ভাল চোখে দেখছেন না শাসক দলের বিধায়ক অতীন ঘোষ।
মহালয়ার আগে থেকেই এবার শুরু হয়েছে পুজোর উদ্বোধন পর্ব। একদিকে একগুচ্ছ পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, একটি বিশেষ পুজো উদ্বোধন করার জন্য দিল্লি থেকে ছুটে এসেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। পুজোর অনুদান নিয়েও তরজা চরমে। কিন্তু এই পুজো নিয়ে আপত্তি রয়েছে অতীন ঘোষের।
রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে অতীন ঘোষ বলেন, “আমরা ছোটবেলা থেকে পুজোর সঙ্গে যুক্ত। জাতীয়তাবাদী লোকেরাই মূলত পুজোর সঙ্গে যুক্ত হয়। তবে পুজো মানে উৎসব। পুজোর সময় আমরা সবাইকেই আপন করে নিই। পুজোর রাজনৈতিক আক্রমণ করার জায়গা নেই। যেই করে থাকুক, এটা হওয়া উচিত নয়।”
উল্লেখ্য, একদিকে পুজোর অনুদান নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা, অন্যদিকে দিল্লির নেতা কেন বাংলায় পুজো উদ্বোধন করতে আসছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল।