নিউটাউনে তৈরি হবে Azad Hind স্মারক: CM Mamata Banerjee

sreejayee das

|

Updated on: Feb 05, 2021 | 9:35 PM

এবারের রাজ্য বাজেটে রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা-সহ পথশ্রী প্রকল্প ও বিভিন্ন পরিকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের এটাই শেষ বাজেট (West Bengal Budget 2021)। অর্থমন্ত্রী অমিত মিত্র সশরীরে থাকেননি, ফলে রাশ ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাম ও কংগ্রেস এই বাজেট বয়কট করেছে। বাজেট পেশের নামে মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে হবে, এই অভিযোগ তুলে বয়কট করে বাম কংগ্রেস নেতৃত্ব। এবারের রাজ্য বাজেটে রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা-সহ পথশ্রী প্রকল্প ও বিভিন্ন পরিকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

 

Published on: Feb 05, 2021 09:35 PM