Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: তিলোত্তমার মৃত্যুর পর সেই রাতে তিনজনের মধ্যে কী কথা হয়েছিল, ট্র্যাক করছে CBI, ফের প্রশ্ন সন্দীপ ঘোষকে নিয়ে

RG Kar Case: আরজি কর মেডিক্যাল কলেজ ছাড়াও আশপাশের কয়েকটি স্ট্র্যাটেজিক পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই আরও জানিয়েছে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার নতুন কোনও তথ্যপ্রমাণ পাওয়া গেলে জানানো হবে আদালতে।

RG Kar Case: তিলোত্তমার মৃত্যুর পর সেই রাতে তিনজনের মধ্যে কী কথা হয়েছিল, ট্র্যাক করছে CBI, ফের প্রশ্ন সন্দীপ ঘোষকে নিয়ে
Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2025 | 4:11 PM

কলকাতা: তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলায় শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। শুক্রবার জমা পড়েছে সেই তিন পাতার স্টেটাস রিপোর্ট। এদিনই আদালতে প্রশ্ন উঠেছে, শর্তে বলা থাকলেও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল কেন আদালতে হাজিরা দিচ্ছেন না? আদালত তাঁদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

কী আছে সেই স্টেটাস রিপোর্টে?

সূত্রের খবর, ওই স্টেটাস রিপোর্টে সিবিআই জানিয়েছে নতুন করে তিনজনের কল ডিটেইলস জোগাড় করে নজর রাখা হচ্ছে। পাশাপাশি, ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলেও সূত্রের খবর। আরজি কর হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তদন্তের জন্য। তিলোত্তমার মৃত্যুর পর তিনজনের কথোপকথন ট্র্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে কোন তিনজনের কল রেকর্ড করা হয়েছে, তা উল্লেখ করেনি সিবিআই। সিবিআই এদিন রিপোর্টে উল্লেখ করেছে বৃহত্তর ষড়যন্ত্রের কথা। ঘটনা ধামাচাপা দেওয়া ও মূল ঘটনায় আর কেউ যুক্ত কি না, তা নিয়ে তদন্ত চলছে।

আরজি কর মেডিক্যাল কলেজ ছাড়াও আশপাশের কয়েকটি স্ট্র্যাটেজিক পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই আরও জানিয়েছে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার নতুন কোনও তথ্যপ্রমাণ পাওয়া গেলে জানানো হবে আদালতে।

এদিকে, তিলোত্তমার পরিবারের আইনজীবী এদিন প্রশ্ন তোলেন, জামিনের শর্ত হিসেবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে হাজির থাকার নির্দেশ থাকলেও তাঁরা হাজির থাকছেন না। এই অভিযোগ শোনার পর বিচারক নির্দেশ দিয়েছেন, আগামী ১৬ এপ্রিল আদালতে হাজির হতে হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে।

‘নিজেকে ব্রাত্য মনে করবেন না’

এদিকে, তিলোত্তমার বাবা এদিন বিচারককে বলেন, ‘আট মাস ধরে যেটা হবে হবে করছে, সেটা হচ্ছে না, এটাই বলার।’ এ কথা শুনে বিচারক বলেন, ‘স্টেটাস রিপোর্টে অগ্রগতির কথা বলা আছে। একটু ধৈর্য্য ধরতে হবে। অভিযোগ যা আছে, তাতে রাতারাতি কিছু হবে না।’ আগামী ২৮ এপ্রিল সিবিআই-কে পরবর্তী স্টেটাস রিপোর্ট দিতে হবে বলে সিবিআইকে নির্দেশ আদালতের।

তিলোত্তমার বাবা আরও বলেন, ‘প্রথম চার্জশিটে যা লিখেছিল, এখনও তাই বলছে। বাকি যা বলার আইনজীবী বলবেন।’ তাঁকে বিচারক বলেন, ‘নিজেকে ব্রাত্য ভাববেন না।’