কলকাতা: বেসরকারি বিএড কলেজ ও বিএড বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বন্দ্ব চরমে। পরিকাঠামো ২৫৩ টি বিএড কলেজের অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছে। আর তার জেরে মালিকপক্ষ অনশন আন্দোলনে সামিল হয়েছেন। ‘জঙ্গি আক্রমণে’র পথে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আর তাতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমাকে বলা হয়েছে জঙ্গি আক্রমণের পথে যাব। আমরা এবার আক্রমণাত্মক হব। আমরা ওঁকে তালা দিয়ে বন্ধ করে রাখব, গার্ডদের ছুড়ে ফেলে দেব। এই সব হুমকি দেওয়া হচ্ছে। আমি তো একজন মহিলা। এটা তো মনে রাখতে হবে। কীভাবে একজন মহিলার ওপর মানসিক নির্যাতন করা যায়? আমাদের বাঁচার অধিকার নেই নাকি? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। আমি উচ্চ শিক্ষা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে চিঠি দিয়েছি। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
এখন আতঙ্কে দিন কাটছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেক। শুক্রবার গিয়ে দেখা গেল বিএড বিশ্ববিদ্যালয়ের গেটে তালা বুঝলে, বাইরে মোতায়েন পুলিশ। বিশ্ববিদ্যালয়ের গেটে নোটিস ঝোলানো হয়েছে, তাতে স্পষ্ট লেখা, যে হুমকি, হুঁশিয়ারি এসেছে, তার জন্য বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অন্য আরেকটি গেটে বিক্ষোভ দেখাচ্ছেন অনুমোদন বাতিল হয়ে যাওয়া বিএড কলেজগুলোর মালিকরা।
প্রসঙ্গত, সঠিক পরিকাঠামো না থাকায়, এক ধাক্কায় ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটির ২০১৪ সালের নিয়মবিধি মেনে চলতে হবে। যে সমস্ত কলেজ তা মানবে না, তাদের অনুমোদনও রাখা যাবে না। কিন্তু তা নিয়েই এখন তোলপাড় রাজ্য।