Muchipara Fire: মুচিপাড়ায় দাউদাউ করে পুড়ল বাড়ি, জ্যান্ত জ্বললেন মহিলা

Supriyo Guha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 01, 2023 | 5:06 PM

Fire brokeout at Muchpara: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কলকাতার ১২ নম্বর ক্রিক লেনে। শুক্রবার পৌনে তিনটে নাগাদ আগুন লেগেছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। যে সময় বাড়িতে আগুন লেগেছিল সেই সময় ভিতরেই ছিলেন বছর ৫২ সাথী বন্দ্যোপাধ্যায়।

Muchipara Fire: মুচিপাড়ায় দাউদাউ করে পুড়ল বাড়ি, জ্যান্ত জ্বললেন মহিলা
মুচিপাড়ায় আগুন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কালকাতা: ভিতর থেকে তীব্র আর্তনাদ। চারিদিকে ভিড় করে আছেন স্থানীয় বাসিন্দারা। উপস্থিত হয়েছেন দমকল কর্মীরা। দাউদাউ করে আগুনে জ্বলছে গোটা বাড়ি। তার ভিতরেই আটকে পড়লেন প্রৌঢ়া। আগুন নিভিয়ে তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে মুচিপাড়া থানার পুলিশ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কলকাতার ১২ নম্বর ক্রিক লেনে। শুক্রবার পৌনে তিনটে নাগাদ আগুন লেগেছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। যে সময় বাড়িতে আগুন লেগেছিল সেই সময় ভিতরেই ছিলেন বছর ৫২ সাথী বন্দ্যোপাধ্যায়। আগুনে রীতিমতো পুড়ে যান তিনি। কোনওক্রমে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠানো হয় হাসপাতালে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হওয়ার জন্য গ্যাস সিলিন্ডার খুলেই নিজেই ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন তিনি। ঘটনার সময় ঘরে একাই ছিলেন ওই মহিলা। ঘটনা নেপথ্যে কী রয়েছে তদন্ত করছে পুলিশ। প্রতিবেশী বলেন, “প্রথমে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পাই। ওই ভদ্রমহিলা আমাদের উপরেই থাকেন। বারান্দা দিয়ে মুখ বার করে দেখি উপরে আগুন লেগেছে। মহিলা ভিতরে একাই ছিলেন। দমকল এসে উদ্ধার করে নিয়ে যায় তাঁকে।”

Next Article