কলকাতা: হাসপাতালে ভর্তি রাজ্যের পর্যটন ও তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Suprio)। সোমবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের তরফে প্রেস বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। তারা জানিয়েছে, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাবুল। রবিবার থেকেই বুকে ব্যথা অনুভূত হচ্ছিল মন্ত্রীর। একইসঙ্গে ঘাম হচ্ছিল তাঁর। এরপরই পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ও ফিজিশিয়ন সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসা চলে তাঁর। যদিও সন্ধ্যার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে নিয়মিত চিকিৎসকদের নজরে থাকবেন তিনি।
এদিন হাসপাতালের তরফে একটি প্রেস নোটে জানানো হয়, ইসিজিতে সামান্য বদল নজরে এসেছে। তবে ইকোকার্ডিওগ্রাফি স্বাভাবিক। হাসপাতালে আসার পর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, দ্রুততার সঙ্গেই তা করানো হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। প্রয়োজনীয় সমস্ত ওষুধপত্রই দেওয়া হয়েছে তাঁকে। তখনই বলা হয়েছিল, চিকিৎসকরা মনে করলে এদিনই ছেড়ে দিতে পারেন তাঁকে। সেই মতোই সন্ধ্যার পর ছুটি দিয়ে দেওয়া হয় বাবুলকে।
প্রসঙ্গত, কিছুদিন আগে দুর্ঘটনার কবলে পড়েছিল বাবুল সুপ্রিয়র কনভয়। বীরভূমের রামপুরহাটে অনুষ্ঠান করতে যাচ্ছিলেন তিনি। সে সময় তাঁর কনভয়ে থাকা একটি গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁর নিরাপত্তারক্ষীরা আহত হন। সে সময় বাবুল অবশ্য বিপদমুক্ত ছিলেন।