কলকাতা: বালিগঞ্জে ইডির হানায় টাকা উদ্ধারের (Ballygunge Money Recovery) ঘটনায় নাম জড়িয়েছে মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাইয়ের। এরপর থেকেও ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে কাঁটাছেঁড়া শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বেশ কয়েকটি ছবি টুইট করেছিলেন জিট্টাভাইয়ের। সেখানে জিট্টাভাইয়ের সঙ্গে একই ফ্রেমে কোনও ছবিতে দেখা যাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee), আবার কোনও ছবিতে জিট্টাভাইয়ের সঙ্গে দেখা যাচ্ছিল মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তীতে একাধিক বিজেপি নেতাও সেই ছবি দেখিয়ে সরব হয়েছিলেন। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা একটি ছবি দেখান। সেখানে আবার দেখা যাচ্ছে শুভেন্দু ও জিট্টাভাই এক ফ্রেমে। এবার মুখ্যমন্ত্রীর সেই ছবি দেখানোর জবাব দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
শুভেন্দু অধিকারীর বক্তব্য, যে ছবিটি দেখানো হয়েছে, সেটি বিবেক মেলার। শুভেন্দুর দাবি, তিনি যখন তৃণমূলে ছিলেন, সেই সময় বিবেক মেলা করতেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা বলেন, ‘আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন ওনার ভাই কার্ত্তিক বন্দ্যোপাধ্যায় বিবেক মেলা করতেন। আমি ওই বিবেক মেলাতে যেতাম কার্তিক বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে। মেলায় কে থাকবেন, মঞ্চে কে উঠবেন, কার পাশে থাকবেন, সে সব ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্ন তো ওনাকে করতে হবে।’ বিরোধী দলনেতার চ্যালেঞ্জ, তাঁর কোনও অনুষ্ঠানে বা তাঁর অফিসে কিংবা বাড়িতে যদি ওই ব্যক্তির ছবি সঙ্গে শুভেন্দুর ছবি কেউ দেখাতে পারেন, তবেই তিনি ব্যাখ্যা দেবেন।
Manjit Singh Grewal @ Jitta; who handled @MamataOfficial‘s Bhabanipur Byelection campaign, has been named in @dir_ed‘s Press Release.
He can be seen alongside CM & her politician brother Kartik Banerjee.
Will CM clarify, like Partha Chatterjee, she’d also take action against him? pic.twitter.com/kx78xSoPEl— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 9, 2023
নন্দীগ্রামের বিধায়কের পাল্টা বক্তব্য, মুখ্যমন্ত্রী যেন ওই ছবির বিষয়ে তাঁকে (শুভেন্দুকে) প্রশ্ন না করে, বাড়ি ফিরে কার্তিক বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞেস করেন ওই ছবির বিষয়ে। প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন নিজের টুইটার হ্যান্ডেলে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতির অন্দরমহলে। এবার সপ্তাহের প্রথম দিনেই বিধানসভা সরগরম জিত্তিভাইয়ের ছবি বিতর্কে। চলছে ছবি – পাল্টা ছবি প্রদর্শনের পালা। চড়ছে রাজনীতির পারদ।