
কলকাতা: দক্ষিণ কলকাতার বাঘাযতীনের ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনি। সেই কলোনিরই ‘শুভ অ্যাপার্টমেন্ট’ মঙ্গলবার দুপুরে দেখিয়ে দিল অশুভ চরিত্র! হেলে পড়ল আস্ত একটি ফ্ল্যাটবাড়ি। নাহ, কোনও পুরনো আবাসন নয়। একেবারেই ঝাঁ চকচকে একটা আবাসন। ওই আবাসনে ৬টি পরিবারের বাস। কিন্তু তাঁরা কেউই নিজেদের ফ্ল্যাটে থাকছিলেন না। পুজোর সময় থেকেই তাঁরা এলাকাতেই ভাড়া বাড়িতে থাকছিলেন। কেন? কেনই বা ভেঙে পড়ল নতুন একটা আবাসন। এর পিছনেই যত রহস্য। আবাসন-বৃত্তান্ত জানা যাচ্ছে, ২০১২ সালে এই আবাসন তৈরি হয়। মোট ছয়টি পরিবার ফ্ল্যাট কেনেন এই আবাসনে। দুটি ফ্ল্যাট ফাঁকা ছিল এবং সেই দুটি প্রোমোটার...