কলকাতা: স্য়ালাইনকাণ্ড নিয়ে চাপানউতোরের মধ্যে চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। খোঁচা দিয়েছেন আরজি করের আন্দোলন নিয়ে। এবার পুলিশের মধ্যেও সিপিএম মিশে আছে বলে সন্দেহ তাঁরা। তাঁর দাবি, একাংশের পুলিশ কর্মীরা চাইছেন না তৃণমূল সরকার সুষ্ঠভাবে চলুক। তাঁর এ মন্তব্য নিয়েই জোরদার চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে প্রসূতি মৃত্যুতে ডাক্তারদের ভূমিকায় প্রশ্ন তুলে কুণাল বলেন, “যে তিনজন সিনিয়র ছিলেন না তাঁদের মধ্যে একজন ওই এলাকার কোন কোন নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিস ও ওটি করেন তার তালিকাও এসে গিয়েছে। এরাই সব রাত জেগে দাবি এক দফা এক করেছে। নিজেদের কাজ করার নাম নেই সরকারের ভুল ধরতে যাচ্ছে। খুব তখন রাত জাগা, এখন মায়েদের জীবন নিয়ে ছেলেখেলা করছেন। দাবি এক দফা একের কয়েকজন ওখানে জুটেছে। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য স্যালাইন-সহ নানা কথা বলছেন।” করেছেন আরও বিস্ফোরক অভিযোগ। কুণালের দাবি, “একই সময় একজন ডাক্তার তাড়াহুড়ো করে দু’টো ওটি করছে। একই অ্য়াপর্ন পরে আপনি দুটো ওটি করতেই পারেন না। শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে তাড়াহুড়ো হয়েছে। এটা হতে পারে না। এটা বেআইনি।”
খোঁচা দিয়েছেন সিপিএমকেও। আক্রমণের ধার বাড়িয়ে বলেন, “সিপিএম আপনাদের বলছি, মেডিকেল কিট কেলেঙ্কারি, বেহালায় ভেজাল কেলেঙ্কারি আপনাদের জনামায় হয়েছে। শেখাবেন না। বিজেপি শাসিত রাজ্যে, কংগ্রেস শাসিত রাজ্যে কী কী হয়েছে সবাই জানে।” এ কথা বলতে বলতেই তৃণমূল নেতা খুনের প্রসঙ্গ উঠতেই ফের ফোঁস করেন বরিষ্ঠ তৃণমূল নেতা। টেনে আনেন বিরোধীদের। বলেন, “আমরা এ ধরনের ঘটনা বারবার দেখেছি। বিজেপি শাসিত রাজ্যে দেখেছি। সিস্টেমের কোনও একটা অংশে গিয়ে এ ধরনে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বাংলায় এটা অত্যন্ত কম ঘটে। কিন্তু আমরা বলছি একটাই বা কেন ঘটবে? মুখ্যমন্ত্রী পুুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন পুলিশকে। তারপরেও ঘটেছে এটা খারাপ। পুলিশ বাকিটা দেখছে।”
এরপরেই বাম জমনার প্রসঙ্গ তুলে খোঁচা দিয়ে বলেন, “সিপিএম জমানায় কসবায় তো দাঁড় করিয়ে মেরে দিয়ে গেল ওদের কমরেড গুরুপদ বাগচিকে। আপনারা দেখেননি? সিপিএম জমানায় তো ডিসি ওসি-দের মেরে দিত। খুনের পর খুন করিয়েছে। ফলে ওদের মুখে এসব মানায় না।” খানিক বক্রোক্তির সুরে একাংশের পুলিশকে কুণালের স্পষ্ট পর্যবেক্ষণও রয়েছে। তাঁর কথায়, “পুলিশ একটা সিস্টেমের অঙ্গ। পুলিশ অবশ্যই রাজ্য সরকারের। কিন্তু, পুলিশের মধ্যে একাংশও তো আছে সিপিএমের সময় থেকে আছে। এমন কেউ কেউ আছে যাঁরা মন থেকে তৃণমূলের সুষ্ঠভাবে সরকার চালানো পছন্দ করছে না। বিরোধীদের কমিউনিকেশনে আছে।”