কলকাতা: চাকরিটা শেষমেশ ছেড়েই দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। চাকরি জীবনে বাকি ২২ বছরে হেনস্থার আশঙ্কায় অধ্যাপনায় ইতি টানলেন তিনি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) পদত্যাগপত্র পাঠিয়েছেন বৈশাখী। প্রতিলিপি ই-মেল করেছেন রাজ্যপাল, এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)।
মধ্য কলকাতার মিল্লি আল আমিন কলেজে অশান্তি দীর্ঘদিনের। দু’বছর আগে শোভন চট্টোপাধ্যায় দল ছাড়ার পর তা আরও চরম আকার ধারণ করে। গত দু’বছরে শাসকদলের সঙ্গে টানাপোড়েনের জেরে কলেজে হেনস্থার মাত্রা বেড়েছে বলে অভিযোগ তুলে এসেছেন বৈশাখী। বারবার শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি। যার নবতম সংযোজন ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য। রাজ্যপালের কাছে গিয়ে অভিযোগ করেন শোভন-বৈশাখী। রাজভবন থেকে বেড়িয়ে ফিরহাদের মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেন তাঁরা। তাৎপর্পূর্ণভাবে, তার ঠিক পরদিনই রামমোহন কলেজে বদলির নির্দেশ আসে বিকাশ ভবন থেকে। বিজ্ঞপ্তিতে লেখা ছিল ‘জনস্বার্থে বদলি’।
আরও পড়ুন: একুশে বাজিমাতের লক্ষ্যে বঙ্গ বিজেপির ঠিকানা বদল
অধ্যাপনা থেকে পদত্যাগ করে নিজের পত্রে বৈশাখী প্রশ্ন তুলেছেন, ‘কার স্বার্থে আমায় বদলি করা হল?’ পদত্যাগ করে বৈশাখী সমস্যায় ইতি টানলেন, নাকি অন্য কিছু? তার উত্তর সময়ই দেবে।
আরও পড়ুন: এখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অসহিষ্ণুতা সমার্থক শব্দ: জেপি নাড্ডা