কলকাতা: রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে শনিবার। কিন্ত তদন্ত শেষ হয়নি এখনও। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তাও ফুরোয়নি এখনও দাবি ইডি-র। যেহেতু এখনও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করতে পারেনি ইডি তাই তদন্তের স্বার্থে এখনও বাকিবুরকেও জেরার প্রয়োজনীতা রয়েছে বলে মনে করেছে ইডি আধিকারিকরা। তাই জেলে বাকিবুর রহমানকে জেরা করার অনুমতি চাইল ইডি। গোয়েন্দা সংস্থার সেই আবেদন মঞ্জুরও করেছে আদালত।
ইডি সূত্রে খবর, যেহেতু জেল হেফাজতে গিয়ে বাকিবুরকে জেরা করতে হবে সেই কারণে তাঁর বয়ান রেকর্ড করারও প্রয়োজন আছে। আর বয়ান রেকর্ড করতে গেলে ল্যাপটপ সহ ডিজিটাল ডিভাইসের প্রয়োজন। এই সকল ডিজিটাল ডিভাইস ও প্রয়োজনীয় ল্যাপটপ জেলে নিয়ে যেতে পারবেন গোয়েন্দারা।
প্রসঙ্গত, পুরনিয়োগ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রেশন দুর্নীতির গন্ধ পায় ইডি আধিকারিকরা। সেই সূত্র ধরে এগোতে গিয়েই গ্রেফতার হয় চালকল মালিক বাকিবুর রহমান। ইডি সূত্রে খবর, বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে নাম উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। যদিও, বনমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন তিনি বাকিবুরকে চেনেন না। তবে তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকেও।