Ballygunge: বালিগঞ্জের হোটেলে নিখোঁজ অ্যাপ বাইক সংস্থার কর্মীর দেহ, চাঞ্চল্য

Souvik Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 22, 2023 | 11:40 AM

Ballygunge: সোমবার নিখোঁজ ওই যুবক সিরাজ উদ্দিন মোল্লার খোঁজ মেলে বালিগঞ্জের একটি হোটেলে। সোমবার রাতে থানার তরফে ফোন যায় বাড়িতে।

Ballygunge: বালিগঞ্জের হোটেলে নিখোঁজ অ্যাপ বাইক সংস্থার কর্মীর দেহ, চাঞ্চল্য
মৃতের পরিবারের সদস্যরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: হোটেল থেকে উদ্ধার নিখোঁজ অ্যাপ বাইক সংস্থার কর্মীর দেহ। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। মঙ্গলবার বালিগঞ্জের একটি হোটেল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সিরাজউদ্দিন মোল্লা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালিতলা আসুতি খানবেরিয়া এলাকার বাসিন্দা সিরাজ। রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরাই প্রথমে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ শুরু করেন। এরপর পরিবারের লোকজন কালীতলা আশুতি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ নিখোঁজ ওই যুবক সিরাজউদ্দিন মোল্লার খোঁজ শুরু করে। তাঁর একাধিক পরিচিত এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সোমবার নিখোঁজ ওই যুবক সিরাজ উদ্দিন মোল্লার খোঁজ মেলে বালিগঞ্জের একটি হোটেলে। সোমবার রাতে থানার তরফে ফোন যায় বাড়িতে। হোটেলে পৌঁছন পরিবারের সদস্যরাও। অভিযোগ, সিরাজকে খুন করা হয়েছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সিরাজ আরও অন্য কোনও কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তাঁর সঙ্গে পুরনো কোনও শত্রুতা ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই কালীতলা আশুতি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

Next Article