Bangla News Kolkata Bangla is shivering with bone shaking cold, will the temperature rise from the beginning of next week
Weather Update : হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলা, আগামী সপ্তাহের শুরু থেকে কি ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা?
TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস
Jan 07, 2023 | 6:59 PM
Weather Update : হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার পারাপতন হবে একটু বেশি। সবথেকে বেশি পারাপতন দেখতে পাওয়া যাবে দুই দিনাজপুর এবং মালদাতে।
1 / 5
বছরের শুরু থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বাংলায় (West Bengal)। অব্য়াহত রয়েছে পারাপতনের ধারা। কলকাতা থেকে জেলা, কাঁপুনি ধরেছে সব জেলাতেই। তবে হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস বলছে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
2 / 5
আপাতত যেরকম ঠাণ্ডা রয়েছে তাই বজায় থাকবে। কলকাতার ক্ষেত্রে আগামী তিন দিন রাতের তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানা যাচ্ছে। দিনের তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দাপট চলবে কুয়াশার।
3 / 5
তবে সবথেকে বেশি কুয়াশার দেখা মিলবে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক-দুই ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ কোথাওই বৃষ্টির কোনও সম্ভবনা রয়েছে।
4 / 5
ত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার পারাপতন হবে একটু বেশি। সবথেকে বেশি পারাপতন দেখতে পাওয়া যাবে দুই দিনাজপুর এবং মালদাতে। এই দুই জেলাতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নীচে নেমে যেতে পারে। একইসঙ্গে দাপট চলবে কুয়াশার।
5 / 5
এদিকে ১০ ডিগ্রির আশেপাশের তাপমাত্রায় যেখানে জবুথবু বাংলা সেখানে চরম শৈত্যপ্রবাহ চলছে দিল্লিতে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় দেড় ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিল্লির আয়া নগর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভেঙে যায় সেই রেকর্ড।