কলকাতা : বিধানসভায় আজ বিএসএফের (BSF) আচরণের বর্ণনা দিতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন দিনহাটার তৃণমূল (TMC) বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ সামনে এনেছেন তিনি। উদয়নের সেই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই জবাব দিল বিএসএফ। সীমান্ত রক্ষী বাহিনীর তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এ দিন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, তৃণমূল বিধায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এ দিন বিএসএফের তরফ থেকে বলা হয়েছে, ‘বিএসএফ হল একটি পেশাদার বাহিনী। সর্বদা নিয়ম-বিধি মেনেই কর্তব্য পালন করে বিএসএফ।’ বিএসএফ-এর এক আধিকারিক বলেন, ‘বিএসএফ-এর মহিলা প্রহরীরাই মহিলাদের তল্লাশি চালায়। তাই মহিলাদের অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’ তিনি আরও বলেন, ‘আমরা কখনও অপেশাদার কাজ করি না। আমরা আইন- শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলি। সাধারণ মানুষের ক্ষেত্রে বিশেষত মহিলাদের ক্ষেত্রে আমরা সবসময় মহিলা জওয়ানদের উপস্থিতি নিশ্চিত করি।’
এ দিন বিএসএফের ক্ষমতাবৃদ্ধির ইস্যুতে বিধানসভায় শাসক- বিরোধী তরজা চলাকালীন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘তল্লাশির নাম করে সন্তানের সামনে মায়েদের গোপনাঙ্গে হাত দিয়ে তল্লাশি চালাচ্ছে। ছেলের সামনে বাবাকে কান ধরাচ্ছে।’ তাঁর কথায়, ‘এমনটা করলে সন্তান দেশভক্ত হতে পারে না, যতই ভারত মাতা কি জয় বলা হোক না কেন।’ উদয়ন গুহর এই মন্তব্যের পর বিধানসভা কক্ষের অন্দরেই চীৎকার শুরু করেন বিজেপি বিধায়করা। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ।
শুধু বিরোধীরাই নয়, এ দিন উদয়নের মন্তব্যে ক্ষুব্ধ হন খোদ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি- তৃণমূল দুই পক্ষকেই সংযত হওয়ার কথা বলেন তিনি। আলোচনার ক্ষেত্র যাতে বিঘ্নিত না হয়, সব সদস্যদের সেটা দেখার আবেদন জানান তিনি। এ দিন বিধায়ক আরও বলেন, ‘১০ টি জেলার ৬৫টি ব্লক বিএসএফ-এর অধীনে রয়েছে। ওদের অত্যাচার যে দেখেনি, সে জানে না। সাতটি জেলা শহরকে বিএসএফ-এর অধীনে নিয়ে আসার চক্রান্ত চলছে। এখানে সাম্রাজ্যবাদের দালাল, সাম্প্রদায়িক শক্তি প্রভাব বিস্তার করতে চাইছে। বাংলার ক্ষেত্রে ১৫ কিলোমিটারকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হচ্ছে। নিজেদের শাসন যেখানে আছে, সেখানে এলাকা কমানো হচ্ছে।’
উল্লেখ্য, বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতা করে আজ সরকারি প্রস্তাব আনা হয়েছিল বিধানসভায়। ভোটাভুটিতে পাস হয়ে গিয়েছে সেই প্রস্তাব। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১১২টি ও বিপক্ষে ভোট পড়েছে ৬৩টি। বিএসএফের এক্তিয়ার বাড়ালে সংবিধানের বিরোধিতা করা হবে বলে দাবি তৃণমূল সরকারের। এই ইস্যুতেই এ দিন সরব হয়েছিলেন তৃণমূল বিধায়কেরা। কেন্দ্রীয় সরকার বিএসএফের এলাকাবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আঘাত, এই মর্মেই সরকারি প্রস্তাব আনা হয় মঙ্গলবার।
আরও পড়ুন: “বিএসএফ সম্পর্কে অশালীন শব্দ প্রয়োগ হয়েছে, মনে হচ্ছিল আফগানিস্তানে বসে আছি”