Behala Clash: ফের ১২১ নম্বর ওয়ার্ড! ভাইফোঁটার রাতে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেহালা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 07, 2021 | 8:02 AM

Behala Clash: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মামুদপুর কল্যাণ সংঘ পুজো প্যান্ডেলে বেশ কয়েকজন মহিলা ও যুবক বসেছিলেন।

Behala Clash: ফের ১২১ নম্বর ওয়ার্ড! ভাইফোঁটার রাতে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেহালা
গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেহালা (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: ফের গোষ্ঠীদ্বন্দ্বের উত্তপ্ত বেহালা। ঘটনাস্থল আবারও সেই ১২১ নম্বর ওয়ার্ড। শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মামুদপুর কল্যাণ সংঘ পুজো প্যান্ডেলে বেশ কয়েকজন মহিলা ও যুবক বসেছিলেন। অভিযোগ, সেসময় কয়েকজন যুবক এসে ঝামেলা শুরু করে। প্রতিরোধ করলে, তারা হামলা চালায় বলে অভিযোগ। এমনকি হামলার হাত থেকে বাদ যান না মহিলারাও।

ঘটনার নেপথ্যে এলাকারই প্রভাবশালী ব্যক্তি দেবজিৎ পান্ডের হাত রয়েছে বলে অভিযোগ। জনা পঞ্চাশেক লোক মারধর করেছে বলে অভিযোগ। মহিলাদের ওপরেও হামলা হয়েছে। গুরুতর জখম হয়েছেন ১০ জন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

প্রসঙ্গত, বেহালার এই ওয়ার্ডের মাঝেমধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকবার এলাকায় গুলিও চলে। অগাস্টেই তৃণমূল নেতা তৃণমূল নেতা রূপক গঙ্গোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে গুলি চলে। তাঁর ফ্ল্যাটের জানলা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর বয়ান অনুযায়ী, রাত সাড়ে এগারোটা নাগাদ বেশ কয়েক জন এসে তাঁকে ডাকাডাকি করে। তারপর তাঁর ফ্ল্যাটের জানলা লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়।

ঘটনার নেপথ্যে ভাস্কর সেন নামে এক ব্যক্তির নাম উঠে আসে। গত দু’মাস আগেও ১২১ নম্বর ওয়ার্ডে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এই ভাস্কর সেনের নাম জড়িয়েছিল। এখনও অবশ্য সেই ঘটনার কিনারা করতে পারেনি বেহালা থানার পুলিশ । উল্লেখ্য, কিছু দিন আগেই ১২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ দাসের বাড়ির সামনে গুলিচালনার ঘটনা ঘটে। এলাকায় সুরজিৎ তৃণমূলকর্মী হিসেবে পরিচিত বলে দাবি একাংশের। গুলি চালানোর ঘটনায় ভাস্কর সেন, প্রলয়, আনন্দ, বুবাই চক্রবর্তী, লাল্টু ঘোষ-সহ কয়েকজনের নাম উঠে আসে।

তাঁদের বক্তব্য, পুরসভা ভোটের টিকিট বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছে। তার রেশ ধরেই এই ঘটনা। যদিও বিষয়টি নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: দীর্ঘদিন ধরে বন্ধ দোকানের শাটার আচমকাই মধ্যরাতে খোলা, স্থানীয় উঁকি দিতেই দেখলেন ভয়ঙ্কর দৃশ্য

Next Article